উন্নাওয়ের ধর্ষিতার সিআরপিএফ নিরাপত্তা বহাল রাখল সুপ্রিম কোর্ট

- আপডেট : ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 148
নয়াদিল্লি, ২৫ মার্চ: উন্নাওয়ের ধর্ষিতার নিরাপত্তার দায়িত্ব ২০১৯ সাল থেকে ন্যস্ত সিআরপিএফের হাতে। সিআরপিএফ প্রহরা তুলে নেওয়ার দাবিতে সুুপ্রিম কোর্টে দায়ের হওয়া আর্জি মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্ট মনে করছে, নিরাপত্তা তুলে দিলে আক্রান্ত হুমকির মুখে পড়তে পারেন।
এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি ভারালের বেঞ্চ এই নির্দেশ দেওয়ার উত্তরপ্রদেশের আক্রান্তর জন্যে সিআরপিএফ নিরাপত্তা বহাল থাকবে। যদিও এদিন সুপ্রিম কোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বলেছেন, দোষী দণ্ডিত হয়েছে। ফলে সিআরপিএফ নিরাপত্তার আর দরকার নেই।
সুপ্রিম কোর্ট সূত্রের খবর, এদিন শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, একসময়ে সুপ্রিম কোর্ট আক্রান্তর পরিবারের সদস্যদের সিআরপিএফ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিলেও এখন ওঁদের এবং উন্নাও ধর্ষণ মামলার অন্য সাক্ষীদের আর সরকারি প্রহরার প্রয়োজন নেই। কেননা অভিযুক্ত ইতিমধ্যেই দণ্ডিত যাবজ্জীবন কারাদণ্ডে। এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছে, যদি আক্রান্তর পরিবারের সদস্যরা অথবা এই মামলার সাক্ষীরা নিরাপত্তার অভাব বোধ করেন, সেক্ষেত্রে তাঁরা স্থানীয় থানায় যেন যোগাযোগ করেন।
উন্নাও ধর্ষণ মামলায় বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার এক নাবালিকাকে ধর্ষণ করার দায়ে দোষী সাব্যস্ত হন ২০২০ সালে। এরপর বিজেপি থেকেও বহিÜৃñত হন কুলদীপ। ২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাওতে এই ভয়াবহ ধর্ষণের ঘটনার পরে দেশজুড়ে আলোড়ন পড়েছিল। সুপ্রিম কোর্ট ধর্ষিতা নাবালিকাকে ২৫ লক্ষ টাকা উত্তরপ্রদেশ সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে। উন্নাওয়ের আক্রান্ত নাবালিকার বাবা অস্ত্র আইনে অভিযুক্ত হন। এরপর ২০১৮ সালের এপ্রিল মাসে পুুলিশি হেফাজতে থাকাকালীন তাঁর মৃত্যু হয়।