০৮ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ইউপিকে দেওয়া হল ৪,৪৮৭ কোটি টাকা

শিক্ষায় কেন্দ্রের পক্ষপাত! বাংলা-কেরল-তামিলনাড়ু পেল না কিছুই 

পুবের কলম, ওয়েবডেস্ক: গত বছরে কেন্দ্রীয় সরকারের ৩৭,০০০ কোটি টাকার সমগ্র শিক্ষা অভিযান (এসএসএ ) Samagra Shiksha Scheme প্রকল্প থেকে কেরল, তামিলনাডু এবং পশ্চিমবঙ্গ কোনো তহবিল পায়নি। অথচ উত্তরপ্রদেশ একাই পেয়েছে ৪,৪৮৭ কোটি টাকা। রাজ্যসভায় পেশ করা সরকারি তথ্য থেকে এই বৈষম্যের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ফলে শিক্ষা খাতে তহবিল বণ্টন নিয়ে ফের একবার রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ সামনে এল। কেরলের রাজ্যসভার সাংসদ ড: ব্রিট্টাস এক্স-এ এই তথ্য শেয়ার করেছেন । বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিপুল পরিমাণ তহবিল বরাদ্দ বিশেষভাবে নজর কেড়েছে। কারণ এখানে বিপুল বরাদ্দ হয়েছে অথচ বিজেপি বিরোধী রাজ্যের সরকারের সঙ্গে বৈষম্য করা হয়েছে।

আরও পড়ুন: পঞ্জাব উপনির্বাচনে জিততে মরিয়া আপ, শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার

আরও পড়ুন: পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

কেরল, তামিলনাডু এবং পশ্চিমবঙ্গ শাসন করছে বিজেপি বিরোধী দলগুলি। মনে করা হচ্ছে সে কারণেই তারা এসএসএ প্রকল্পের Samagra Shiksha Scheme অধীনে কোনো আর্থিক সহায়তা পায়নি, যদিও এই রাজ্যগুলি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মন্ত্রণালয় তাদের লিখিত জবাবে জানিয়েছে: “সমগ্র শিক্ষা অভিযানের তহবিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হয় তাদের ব্যয়ের গতি, রাজ্যের অনুদানের অংশ, আগের বছরের হিসাব-নিকাশ, বকেয়া টাকা, খরচের বিবরণ ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার ওপর ভিত্তি করে।”

আরও পড়ুন: ১১ ডিসেম্বরের মধ্যে ছাঁটাই করতে হবে মৃত, ডুপ্লিকেট ভোটার: বিএলওদের নির্দেশ সিইও-র

এর আগে একটি সংসদীয় কমিটি কেরল, তামিলনাডু ও পশ্চিমবঙ্গের জন্য সমগ্র শিক্ষা অভিযান তহবিল আটকে দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তের নিন্দা করেছে। তাতে বলা হয়েছে এই রাজ্যগুলি পিএম শ্রী স্কুল প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেনি বলেই তাদের সঙ্গে এমন বৈষম্য করা হয়েছে। সংসদীয় কমিটি অবিলম্বে বকেয়া অনুদান মুক্ত করার কথা বলেছে। সতর্ক করে দিয়ে কমিটি বলেছে তহবিল আটকে রাখার ফলে এই রাজ্যগুলির শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হবে।

আরও পড়ুন: এখন পর্যন্ত রাজ্যে SIR প্রক্রিয়ায় বাদ গেল ২৭ লক্ষ নাম

এই বিতর্ক এমন এক সময়ে সামনে এসেছে, যখন কেন্দ্র এবং তামিলনাড়ুর মধ্যে উত্তেজনা চলছে। বিশেষ করে জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং এর তিন-ভাষা নীতির বিরোধিতার কারণে তামিলনাডু ২,১০০ কোটি টাকার বেশি তহবিল হারিয়েছে।কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর নেতৃত্বাধীন সংসদীয় কমিটি জোর দিয়ে বলেছে, সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পটি পিএম শ্রী-র আগের কর্মসূচি এবং এটি শিক্ষার অধিকার আইনের লক্ষ্য পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটিকে জাতীয় শিক্ষা নীতি কিংবা পিএম শ্রী -র সঙ্গে এর সঙ্গে যুক্ত করা উচিত নয়।

আরও পড়ুন: গুজরাতে ভেঙে পড়ল যুদ্ধবিমান, নিহত পাইলট

প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ১,০০০ কোটি টাকা, কেরল ৮৫৯ কোটি টাকা এবং তামিলনাডু ২,১৫২ কোটি টাকা পায়নি। অথচ তা তাদের প্রাপ্য। সংসদীয় কমিটি জানিয়েছে, তহবিলের দেরির কারণে এই রাজ্যগুলিকে নিজেদের অর্থ ব্যবহার করে শিক্ষকদের বেতন পরিশোধ এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করতে হচ্ছে। কমিটি শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে যে, বকেয়া তহবিল অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। এসএসএ বরাদ্দের ক্ষেত্রে ন্যায়সংগত ও প্রয়োজনভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হোক, যাতে কোনো রাজ্যকে জাতীয় শিক্ষানীতি বা পিএম শ্রী প্রকল্পে অংশ না নেওয়ার কারণে শাস্তি পেতে না হয়। প্রসঙ্গত এসএসএ Samagra Shiksha Scheme হল কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকল্প, যার লক্ষ্য প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার মানোন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলায় কোথায় রোহিঙ্গা, ঘুষপাটিয়া: বিজেপিকে নিশানা অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউপিকে দেওয়া হল ৪,৪৮৭ কোটি টাকা

শিক্ষায় কেন্দ্রের পক্ষপাত! বাংলা-কেরল-তামিলনাড়ু পেল না কিছুই 

আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গত বছরে কেন্দ্রীয় সরকারের ৩৭,০০০ কোটি টাকার সমগ্র শিক্ষা অভিযান (এসএসএ ) Samagra Shiksha Scheme প্রকল্প থেকে কেরল, তামিলনাডু এবং পশ্চিমবঙ্গ কোনো তহবিল পায়নি। অথচ উত্তরপ্রদেশ একাই পেয়েছে ৪,৪৮৭ কোটি টাকা। রাজ্যসভায় পেশ করা সরকারি তথ্য থেকে এই বৈষম্যের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ফলে শিক্ষা খাতে তহবিল বণ্টন নিয়ে ফের একবার রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ সামনে এল। কেরলের রাজ্যসভার সাংসদ ড: ব্রিট্টাস এক্স-এ এই তথ্য শেয়ার করেছেন । বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিপুল পরিমাণ তহবিল বরাদ্দ বিশেষভাবে নজর কেড়েছে। কারণ এখানে বিপুল বরাদ্দ হয়েছে অথচ বিজেপি বিরোধী রাজ্যের সরকারের সঙ্গে বৈষম্য করা হয়েছে।

আরও পড়ুন: পঞ্জাব উপনির্বাচনে জিততে মরিয়া আপ, শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার

আরও পড়ুন: পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

কেরল, তামিলনাডু এবং পশ্চিমবঙ্গ শাসন করছে বিজেপি বিরোধী দলগুলি। মনে করা হচ্ছে সে কারণেই তারা এসএসএ প্রকল্পের Samagra Shiksha Scheme অধীনে কোনো আর্থিক সহায়তা পায়নি, যদিও এই রাজ্যগুলি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মন্ত্রণালয় তাদের লিখিত জবাবে জানিয়েছে: “সমগ্র শিক্ষা অভিযানের তহবিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হয় তাদের ব্যয়ের গতি, রাজ্যের অনুদানের অংশ, আগের বছরের হিসাব-নিকাশ, বকেয়া টাকা, খরচের বিবরণ ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার ওপর ভিত্তি করে।”

আরও পড়ুন: ১১ ডিসেম্বরের মধ্যে ছাঁটাই করতে হবে মৃত, ডুপ্লিকেট ভোটার: বিএলওদের নির্দেশ সিইও-র

এর আগে একটি সংসদীয় কমিটি কেরল, তামিলনাডু ও পশ্চিমবঙ্গের জন্য সমগ্র শিক্ষা অভিযান তহবিল আটকে দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তের নিন্দা করেছে। তাতে বলা হয়েছে এই রাজ্যগুলি পিএম শ্রী স্কুল প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেনি বলেই তাদের সঙ্গে এমন বৈষম্য করা হয়েছে। সংসদীয় কমিটি অবিলম্বে বকেয়া অনুদান মুক্ত করার কথা বলেছে। সতর্ক করে দিয়ে কমিটি বলেছে তহবিল আটকে রাখার ফলে এই রাজ্যগুলির শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হবে।

আরও পড়ুন: এখন পর্যন্ত রাজ্যে SIR প্রক্রিয়ায় বাদ গেল ২৭ লক্ষ নাম

এই বিতর্ক এমন এক সময়ে সামনে এসেছে, যখন কেন্দ্র এবং তামিলনাড়ুর মধ্যে উত্তেজনা চলছে। বিশেষ করে জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং এর তিন-ভাষা নীতির বিরোধিতার কারণে তামিলনাডু ২,১০০ কোটি টাকার বেশি তহবিল হারিয়েছে।কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর নেতৃত্বাধীন সংসদীয় কমিটি জোর দিয়ে বলেছে, সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পটি পিএম শ্রী-র আগের কর্মসূচি এবং এটি শিক্ষার অধিকার আইনের লক্ষ্য পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটিকে জাতীয় শিক্ষা নীতি কিংবা পিএম শ্রী -র সঙ্গে এর সঙ্গে যুক্ত করা উচিত নয়।

আরও পড়ুন: গুজরাতে ভেঙে পড়ল যুদ্ধবিমান, নিহত পাইলট

প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ১,০০০ কোটি টাকা, কেরল ৮৫৯ কোটি টাকা এবং তামিলনাডু ২,১৫২ কোটি টাকা পায়নি। অথচ তা তাদের প্রাপ্য। সংসদীয় কমিটি জানিয়েছে, তহবিলের দেরির কারণে এই রাজ্যগুলিকে নিজেদের অর্থ ব্যবহার করে শিক্ষকদের বেতন পরিশোধ এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করতে হচ্ছে। কমিটি শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে যে, বকেয়া তহবিল অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। এসএসএ বরাদ্দের ক্ষেত্রে ন্যায়সংগত ও প্রয়োজনভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হোক, যাতে কোনো রাজ্যকে জাতীয় শিক্ষানীতি বা পিএম শ্রী প্রকল্পে অংশ না নেওয়ার কারণে শাস্তি পেতে না হয়। প্রসঙ্গত এসএসএ Samagra Shiksha Scheme হল কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকল্প, যার লক্ষ্য প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার মানোন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করা।