হলুদ ব্যবহারে এই ভুল গুলো একদম করবেন না ! হতে পারে বিপত্তি

- আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
- / 42
পুবের কলম ওয়েবডেস্ক: রূপচর্চার কথা উঠলেই চটজ্বলদি একটাই কথা মাথাই আসে, তাহল হলুদ । রূপচর্চার জন্য হেশেলের হলুদ খুব গুরুত্বপূর্ণ হলুদের ব্যবহার ভারতের সংস্কৃতি তথা বিশ্বব্যাপী খুব প্রচলিত । আর হলুদ ও চন্দন-এর প্যাকের কথা তো সকলেরই জানা । প্রাচীনকাল থেকে এই প্যাকের ব্যবহার চলে আসছে । কিন্ত হলুদ ব্যবহারে সামান্য ভুলের কারণে আপনার ত্বকে হতে পারে নানা বিপদ । উপকারের থেকে হতে পারে অপকারও । হলুদ যেমন ত্বকের জন্য উপকারী, তেমনই হলুদের সঠিক ব্যবহার না জানলে ঘটে যেতে পারে বিপত্তিও।
এক নজরে দেখে নেওয়া যাক কি কি সেই কারণ –
সঠিক উপকরণ দেওয়া :
হলুদ এমনিতেই ত্বকের জন্য খুব উপকারি । তাছাড়া হলুদ আর চন্দনের ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে । তাই অযথা হলুদের সঙ্গে উল্টোপাল্টা সমস্ত উপকরণ মেশাবেন না । ফলে হতে পারে হিতে বিপরীত । অনেকেই আছেন ত্বকের জেল্লা ফেরাতে হলুদের মধ্যে নানান রকমের উপকরন মিশিয়ে মুখে মাখেন । ফলস্বরূপ তাদের ত্বক সেটা সহ্য করতে না পেরে মুখে বা সমস্ত শরীরে দেখা দিতে পারে র্যাশ , পিম্পল । তাই হলুদ ব্যবহারে সঠিক উপকরণ জেনে নেওয়া দরকার ।
সমান ভাবে লাগানো
হলুদের প্যাক লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা জায়গায় যাতে সমান ভাবে লাগে । না হলে ছোপ, ছোপ দাগ থেকে যাওয়ার সম্ভবনা থেকে যায় । এমনকি সেই প্রলেপটা সঠিক ভাবে কাজ করে না । মুখে বা শরীরে প্যাকটি লাগানোর পর অন্তত ২০ মিনিট রাখবেন ।
মুখ ভাল করে না ধোয়া
মুখে হলুদের প্যাক লাগিয়ে সেটা সঠিক ভাবে না ধুলে তা ত্বকের জন্য অনেক ক্ষতি করে। হলুদ বেশিক্ষণ ত্বকে রাখতে নেই । কারণ, বেশিক্ষণ হলুদ ত্বকে রাখলে ত্বকে নানা রকম পিম্পল , র্যাশ , ব্রন দেখা দেয় । সেই প্রলেপে আপনার লাভ তো হয় না , উল্টে হিতে বিপরীত হতে পারে ।
সাবান ব্যবহার করা
হলুদের প্যাক লাগিয়ে, ধোওয়ার সময় অনেকেই জল ছাড়া ব্যবহার করেন সাবান , বা ফেশওয়াশ । জানতে বা আজান্তে এই ভুলটা কখনোই করবেন না । হলুদ মেখে ১২ থেকে ২৪ ঘণ্টা মুখে সাবান জাতীয় কিছু লাগাবেন না । কারণ সাবানে থাকে ক্ষার । যেটা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর । এই ভুল করলে ঘটে যেতে পারে বিপত্তি । অনেকেই ভালোভাবে হলুদ তোলার জন্য ব্যবহার করেন সাবান । এতে আপনার ত্বক হারাবে উজ্জ্বল্য । এমনকি ত্বক হতে পারে রুক্ষ ও খসখসে ।