দলিত নির্যাতনে উত্তরপ্রদেশ দেশের শীর্ষ স্থানে, দাবি অখিলেশ যাদবের

- আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
- / 159
পুবের কলম, ওয়েবডেস্ক: দলিত সম্প্রদায়ের উপর নির্যাতনে উত্তরপ্রদেশ এক নম্বরে দাবি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের। সোমবার এ কথা দাবি করেন তিনি। এক্স হ্যান্ডলে একটি পোস্টে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেরুয়া শিবিরকে নিশানা করে লিখেছেন, বিজেপিতে দলিত নেতাদের কখনই ক্ষমতা দেওয়া হয় না। পদ্ম শিবিরে কয়েকজন নেতার হাতেই ক্ষমতা কুক্ষিগত। বিজেপি সরকারের আমলে দলিতদের উপর অত্যাচারে উত্তরপ্রদেশ এক নম্বরে উঠে এসেছে। তিনি সংবাদ প্রতিবেদনের একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করে দাবি করেছেন, রাজ্যে দলিতদের উপর নির্যাতন বাড়ছে। দলিতদের উপর অত্যাচার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, কেন দলিতদের উপর বিশেষ করে দলিত মহিলাদের উপর অত্যাচার চালানো হয়। এই অপরাধ বিজেপি শাসিত রাজ্য যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা এবং মহারাষ্ট্রেই বেশি সংখ্যা হয় বলে অখিলেশ যাদব অভিযোগ করেছেন।
তিনি বিজেপিকে সামন্ত্রতান্ত্রিক দল বলেও নিশানা করেছেন। দরিদ্র, প্রান্তিক, দলিত অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু, নারী এবং উপজাতিদের নিপীড়ন করা হয় বলেও অভিযোগ করেছেন। বিজেপি সংবিধান বিরোধী দল, কয়েকজনের হাতে ক্ষমতা কুক্ষিগত বলে দাবি সমাজবাদী পার্টির নেতার। দলিত এবং অনগ্রসর বর্ণের লোকরা বিজেপিতে প্রতীকী পদ পায়। তাদের হাতে কোনও ক্ষমতাই নেই বলে কটাক্ষ করেন যাদব। দলিতদে সম্প্রদায়কে বিজেপি বয়কটের ডাক দিতে বলেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। সময় এসেছে বিজেপিকে না বলার। দলতি সম্প্রদায়কে এখন সেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি।