গর্ভপাতের বিরুদ্ধে ভ্যাটিকান, মার্কিন কোর্টের রায়কে স্বাগত

- আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার
- / 18
পূবের কলম ওয়েবডেস্কঃ গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে মার্কিন সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে ভ্যাটিকান। সম্প্রতি ঘোষিত এই রায়ের ব্যাপারে ক্যাথলিক চার্চ নিয়ন্ত্রিত ‘পন্টিফিকাল অ্যাকাডেমি ফর লাইফ’-এর এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যের একটি বৃহৎ দেশ এই ইস্যুতে তার অবস্থান পরিবর্তন করেছে, তাও পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করে।
বিবৃতিতে আরও বলা হয়, মানব জীবনের সুরক্ষা ও প্রতিরক্ষার বিষয়টি ব্যক্তিগত অধিকারের অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এটি বিস্তৃত সামাজিক তাৎপর্যের একটি বিষয়। এ কারণে সরকারের উচিত আদর্শগত অবস্থানে আটকে না থেকে জীবনসহায়ক নীতি প্রণয়ন করা।
গত শুক্রবার ৬-৩ ভোটে মার্কিন সুপ্রিম কোর্ট ১৯৭৩ সালের মামলাটি বাতিল করে দেয়, যা প্রায় ৫০ বছর ধরে মার্কিন মুলুকে গর্ভপাতের সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা দিয়ে আসছিল। মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আমেরিকার বহু অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ হবে। তবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তের নিন্দায় বলেছেন, এটি আমেরিকাকে ১৫০ বছর পিছিয়ে দিল।
বাইডেন বলেন, ‘আদালত গর্ভপাতকে অপরাধমূলক করার যে রায় দিয়েছে, তা দেশকে অষ্টাদশ শতাব্দীতে ফিরিয়ে নিয়ে গেছে। সব মিলিয়ে এটি দেশের জন্য একটি দুঃখজনক দিন। তবে এর অর্থ এই নয় যে লড়াই শেষ হয়ে গেছে।’ মার্কিন আদালতের এই রায়ের ব্যাপারে দেশটির অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গর্ভপাতের অধিকার চেয়ে আমেরিকার বেশকিছু অঙ্গরাজ্যে বিক্ষোভ চলছে।