আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল সৌদি আরব

- আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, শনিবার
- / 5
রিয়াদ, ২৬ অক্টোবরঃ ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) জানিয়েছে, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলাকে ‘সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ অভিহিত করেছে সৌদি আরব। একইসঙ্গে হামলার নিন্দাও জানানো হয়েছে। সরাসরি ইসরাইলের নাম উল্লেখ না করেই সৌদি আরব সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ থাকার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক সঙ্ঘাতের অবসানের জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে দেশটি।
Read More: ইরানে ইসরাইলি হামলা ব্যর্থ, সামান্য ক্ষতিঃ জানাল প্রতিরক্ষা বাহিনী
উল্লেখ্য, শনিবার ভোর রাতে ইরানের বিমান প্রতিরক্ষাসহ ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে হামলা করে ইসরাইলি সামরিক বাহিনী। ইরানের ২০টি স্থানে হামলা চালায় ১৪০টি যুদ্ধবিমান। তেহরান এবং ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভোর পাঁচটা নাগাদ এই হামলা পর্ব শেষ হয়। ইসরাইল প্রতিক্রিয়ায় জানিয়েছে, প্রতিশোধমূলক হামলা সম্পন্ন হয়েছে।