ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে হিংসা

- আপডেট : ২৬ মার্চ ২০২৫, বুধবার
- / 147
দু’পক্ষের ইট-পাটকেলে উত্তপ্ত হাজারিবাগ
পুবের কলম, ওয়েবডেস্ক: ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে হিংসা ছড়াল ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায়। উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। ঘটনায় আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার ১১টা নাগাদ রাম নবমী উপলক্ষে মঙ্গলা মিছিল করছিলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা। ওই এলাকার জামা মসজিদের পাশ দিয়ে মিছিল যাওয়ার সময় উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিমদের উদ্দেশ্য করে ঘৃণামূলক মন্তব্য করে। তাদের ধর্মীয় স্থান মসজিদ নিয়েও কটুক্তি করা হয় বলে অভিযোগ। এরপরই হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বুধবার পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় একটি ধর্মীয় মিছিল চলাকালীন এই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই দিক থেকে পাথর ছোড়ার ফলে হিংসায় রুপ নেয়।
আরও পড়ুন: কথা বলতে দেওয়া হচ্ছে না, কণ্ঠরোধের বিরুদ্ধে সংসদে সরব রাহুল
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে জেলা প্রশাসন। হাজারিবাগ মহকুমা পুলিশ আধিকারিক পরমেশ্বর কামতি জানিয়েছেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে যাতে হিংসা না ছড়ায় তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাথর নিক্ষেপের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।”