Voter Card-র সঙ্গে করতে হবে Aadhaar লিঙ্ক, বড় নির্দেশ নির্বাচন কমিশনের

- আপডেট : ১২ মার্চ ২০২৫, বুধবার
- / 21
পুবের কলম, ওয়েবডেস্ক: ভূতুড়ে ভোটার (Voter Card) নিয়ে বিতর্ক তুঙ্গে। এরমধ্যেই বড় নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। ইলেকটোরাল রোল ডেটা বা ভোটার নথির সঙ্গে আধার নম্বর সংযোগ করতে নির্দেশ দিল কমিশন। ইতিমধ্যেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশিকা পাঠানো হয়েছে। গুরুত্বের সঙ্গে আধার লিঙ্ক করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, ইলেকটোরাল ডেটার সঙ্গে যাতে আধার নম্বর লিঙ্ক থাকে, তার জন্য আধিকারিকরা যেন সবরকমের প্রচেষ্টা করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, “ভোটারদের নিশ্চিতভাবে চিহ্নিত করতে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।”
নির্দেশিকায় বলা হয়েছে, ইলেকটোরাল ডেটার সঙ্গে যাতে আধার নম্বর লিঙ্ক থাকে, তার জন্য আধিকারিকরা যেন সবরকমের প্রচেষ্টা করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, “ভোটারদের নিশ্চিতভাবে চিহ্নিত করতে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।”
আরও পড়ুন: বাচ্চাদের Ration card নিয়ে কেন্দ্রের প্রস্তাবে আপত্তি রাজ্যের
জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত ইলেকটোরাল রোল আপডেট করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতেও বলা হয়েছে। ১৮ বছর বয়সী ও তার উর্ধ্বের সকলে যেন ভোটার হিসাবে তালিকাভুক্ত হন, তার জন্য বুথ স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।