২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভোটার তালিকা যাচাইচের কাজে সাংসদ আবু তাহের খান

সুস্মিতা
  • আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার
  • / 8

ভোটার তালিকা যাচাইয়ের কাজে ব্যস্ত সাংসদ আবু তাহের খান।

জিশান আলি মিঞা, হরিহরপাড়া: ভোটার তালিকায় ভুয়া ভোটার খুঁজতে তালিকা হাতে মাঠে নামলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। শনিবার তার সাংসদ এলাকার হরিহরপাড়ার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর, কাঞ্চননগর, হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের হুমাইপুর, তাজপুর-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা যাচাইয়ের কাজ করেন তিনি। সঙ্গে ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস, হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহাতাবুদ্দিন শেখ, সাংসদ প্রতিনিধি জয়নাল আবেদীন-সহ একাধিক নেতাকর্মী। তবে এ দিন আবু তাহেরের সঙ্গে দেখা যায়নি হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ ও তার অনুগামীদের।

আরও পড়ুন: ব্যাপক গরমিল ভোটার তালিকায়, ১৩ জন জীবিতকে দেখানো হল মৃত

রাজনৈতিক মহলের দাবি, বেশ কিছু দিন ধরেই হরিহরপাড়ায় দলের কোন্দল প্রকাশ্যে এসেছিল। ভোটার তালিকা যাচাইয়ের কাজে সেই দলের কোন্দল আরও প্রকট হয়ে উঠেছে। গত ২০ জানুয়ারি মুখ্যমন্ত্রী জেলা সফরে আসলে বিধায়ক নিয়ামত শেখ, দলনেত্রীকে হরিহরপাড়ায় গোষ্ঠীকোন্দলের বিষয়টি জানান। বিধায়ক বলেন, ইতিমধ্যে বিধানসভা এলাকার বারোটি অঞ্চলে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শেষ করে জেলায় জমা করেছি। তারপর সাংসদ গোষ্ঠীবাজি করার জন্য এসব করছে বলে অভিযোগ। আবু তাহের খান বলেন, দলের রাজ্য সভাপতি বলেছেন ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলতে থাকবে। যারা লোকসভা নির্বাচনে আমার সঙ্গে রয়েছেন তাদের নিয়ে এলাকায় ঘুরছি। সামসুজ্জোহা বিশ্বাস, আহাতাবুদ্দিন শেখরা বলেন, বিধায়ক তার মতো করে ভোটার তালিকা দেখার কাজ করেছেন। আমরা আমাদের মতো করে করছি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটার তালিকা যাচাইচের কাজে সাংসদ আবু তাহের খান

আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার

জিশান আলি মিঞা, হরিহরপাড়া: ভোটার তালিকায় ভুয়া ভোটার খুঁজতে তালিকা হাতে মাঠে নামলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। শনিবার তার সাংসদ এলাকার হরিহরপাড়ার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর, কাঞ্চননগর, হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের হুমাইপুর, তাজপুর-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা যাচাইয়ের কাজ করেন তিনি। সঙ্গে ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস, হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহাতাবুদ্দিন শেখ, সাংসদ প্রতিনিধি জয়নাল আবেদীন-সহ একাধিক নেতাকর্মী। তবে এ দিন আবু তাহেরের সঙ্গে দেখা যায়নি হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ ও তার অনুগামীদের।

আরও পড়ুন: ব্যাপক গরমিল ভোটার তালিকায়, ১৩ জন জীবিতকে দেখানো হল মৃত

রাজনৈতিক মহলের দাবি, বেশ কিছু দিন ধরেই হরিহরপাড়ায় দলের কোন্দল প্রকাশ্যে এসেছিল। ভোটার তালিকা যাচাইয়ের কাজে সেই দলের কোন্দল আরও প্রকট হয়ে উঠেছে। গত ২০ জানুয়ারি মুখ্যমন্ত্রী জেলা সফরে আসলে বিধায়ক নিয়ামত শেখ, দলনেত্রীকে হরিহরপাড়ায় গোষ্ঠীকোন্দলের বিষয়টি জানান। বিধায়ক বলেন, ইতিমধ্যে বিধানসভা এলাকার বারোটি অঞ্চলে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শেষ করে জেলায় জমা করেছি। তারপর সাংসদ গোষ্ঠীবাজি করার জন্য এসব করছে বলে অভিযোগ। আবু তাহের খান বলেন, দলের রাজ্য সভাপতি বলেছেন ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলতে থাকবে। যারা লোকসভা নির্বাচনে আমার সঙ্গে রয়েছেন তাদের নিয়ে এলাকায় ঘুরছি। সামসুজ্জোহা বিশ্বাস, আহাতাবুদ্দিন শেখরা বলেন, বিধায়ক তার মতো করে ভোটার তালিকা দেখার কাজ করেছেন। আমরা আমাদের মতো করে করছি।