২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াকফ: ১২ নভেম্বর কলকাতায় আসছে জেপিসি

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার
  • / 3

পুবের কলম প্রতিবেদকঃ  জেপিসি সূত্রে জানা গেছে, যৌথ সংসদীয় কমিটি ওয়াকফ বিল ২০২৪ সম্পর্কে স্টেক হোল্ডারদের মতামত শোনার জন্য ১২ নভেম্বর, ২০২৪ কলকাতায় আসছে।

 

যৌথ সংসদীয় কমিটির কলকাতা সফরের সময় পশ্চিমবঙ্গের আগ্রহী ব্যক্তি এবং সংগঠনের বক্তব্য শুনবেন। এছাড়া ব্যক্তি বা সংগঠন লিখিতভাবেও ওই বিল সম্পর্কে তাঁদের অভিমত জানাতে পারবেন।

READ MORE: ডিজিটাল গ্রেফতারিঃ উচ্চ পর্যায়ের কমিটি গড়ল কেন্দ্র

 

উল্লেখ্য, জেপিসি সূত্র থেকে জানা যাচ্ছে, তাদের কলকাতা সফরের সময় যে সকল ব্যক্তি বা সংগঠন বক্তব্য রাখতে চান বা লিখিতভাবে নিজেদের অভিমত পেশ করতে চান, তাঁরা নিম্ন ই-মেল আইডিতে সময় চেয়ে জেপিসি-র কাছে আবেদন করতে পারেন।

ই-মেলঃjpcwaqf-lss@sansad.nic.in

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াকফ: ১২ নভেম্বর কলকাতায় আসছে জেপিসি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ  জেপিসি সূত্রে জানা গেছে, যৌথ সংসদীয় কমিটি ওয়াকফ বিল ২০২৪ সম্পর্কে স্টেক হোল্ডারদের মতামত শোনার জন্য ১২ নভেম্বর, ২০২৪ কলকাতায় আসছে।

 

যৌথ সংসদীয় কমিটির কলকাতা সফরের সময় পশ্চিমবঙ্গের আগ্রহী ব্যক্তি এবং সংগঠনের বক্তব্য শুনবেন। এছাড়া ব্যক্তি বা সংগঠন লিখিতভাবেও ওই বিল সম্পর্কে তাঁদের অভিমত জানাতে পারবেন।

READ MORE: ডিজিটাল গ্রেফতারিঃ উচ্চ পর্যায়ের কমিটি গড়ল কেন্দ্র

 

উল্লেখ্য, জেপিসি সূত্র থেকে জানা যাচ্ছে, তাদের কলকাতা সফরের সময় যে সকল ব্যক্তি বা সংগঠন বক্তব্য রাখতে চান বা লিখিতভাবে নিজেদের অভিমত পেশ করতে চান, তাঁরা নিম্ন ই-মেল আইডিতে সময় চেয়ে জেপিসি-র কাছে আবেদন করতে পারেন।

ই-মেলঃjpcwaqf-lss@sansad.nic.in