২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

Waqf law প্রত্যাহার  না হলে মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়বে: ওয়াইসি

ইমামা খাতুন
  • আপডেট : ২০ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 588

Waqf law: সমর্থনকারীদের আল্লাহ্‌ জিজ্ঞাসা করবেন,  ‘তোমরা আমার অনুসারী ছিলে, নাকি মোদির’

পুবের কলম, ওয়েবডেস্ক: Waqf law বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। কৃষি আইন প্রত্যাহারের জন্য কৃষকরা যেভাবে কেন্দ্রকে বাধ্য করেছিল, আমরাও তাই করব। শনিবার দারুসসালামে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন জনসমাগমে এমনটাই মন্তব্য করেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, তিনি বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের পায়ের ধুলোরও যোগ্য নন। Waqf law পাস হতে না হতেই উত্তর প্রদেশের ৫০০টি ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ। নতুন আইনের পরিণতি ইতিমধ্যেই স্পষ্ট। যোগী রাজ্যকে দিয়ে এই ঘটনার ফিতে কাটা হয়ে গেছে। তাই এই আইন বাতিল করতে কৃষক আন্দোলনের পথ অনুসরণ করে দীর্ঘ লড়াই চালাতে হবে। সেটা না হলে দেশে মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়বে।

ওয়াইসি আরও বলেন, তিন তালাক, সিএএ, ইউএপিএ, ইউসিসি ইত্যাদি মুসলিম সমাজের উপর ধারাবাহিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। যদিও এআইএমআইএম সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছে। তবে তারা সেই রায়গুলোকে অখণ্ড বা নির্ভুল মনে করে না।‘হিন্দু খাতরে মেইন হেইন’ বলে যারা ধর্মীয় যুদ্ধের হুমকি দিচ্ছে  তারা মুখেই সংবিধানের কথা বলে। আদতে তা মানে না। তবে আমরা সাংবিধানিক নৈতিকতা মানি বলেই রায়ের প্রতি সম্মান দেখাই। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে তিন তালাক এবং বাবরি মসজিদের  সময় আমরা চুপ ছিলাম। কিন্ত আর না।Waqf law আমরা মেনে নেব না। এটা আমাদের অস্তিত্বের লড়াই। ভারতের সৌন্দর্য নরেন্দ্র মোদির মধ্যে নয়, বরং এই দেশের মন্দির, মসজিদ, দরগা এবং জনগণের ভ্রাতৃত্বে নিহিত। যারা এগুলিকে দুর্বল করছে, তারাই আসলে দেশকে দুর্বল করছে।

এদিন বোহরা সম্প্রদায়কে নিয়েও মন্তব্য করেন ওয়াইসি। জানান, ওয়াকফ বিলকে আইনে পরিণত করার দিন মোদির সঙ্গে বোহরা সম্প্রদায়ের মানুষরা সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী এঁদের সমর্থনে লাফালাফি করছে। অথচ বোহরা সম্প্রদায়ের মানুষরা এই আইনের আওতায় পড়ে না। ওয়াকফ আইনের সঙ্গে ওদের কোনও লেনদেন নেয়। আত্মমর্যাদা ছাড়া জীবিত দেহও মৃতদেহের মতো। যারা মোদি সরকারের পক্ষে দাঁড়িয়ে এই আইনকে সমর্থন করছে, তারা যেন মনে রাখে, মৃত্যুর পরে তাদের জিজ্ঞাসা করা হবে— তারা আল্লাহর অনুসারী ছিলেন, নাকি মোদির।

♦ ওয়াকফ আইন: প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন আইপিএস নুরুল হুদা

এদিনের সভা থেকে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন হায়দরাবাদের সাংসদ। পাশাপাশি ফিলিস্তিনিদের দেখে শিক্ষা গ্রহণের কথাও জানিয়েছেন। অন্য ধর্মাবলম্বীদের দৃষ্টান্ত টেনে ওয়াইসি বোঝান, যেভাবে হিন্দুদের জন্য এন্ডোমেন্ট অ্যাক্ট বা শিখদের জন্য গুরদোয়ারা কমিটি কাজ করে, তেমনভাবেই ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনাও স্বতন্ত্র নীতিতে হওয়া উচিত।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের চেয়ারম্যান মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি বলেন, এই আইন বাতিল না হলে শরিয়তের রক্ষাও সম্ভব হবে না। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি, তামিলনাড়ুর ডিএমকে-সহ বহু রাজনৈতিক দলের প্রতিনিধিরা, ধর্মীয় পণ্ডিত এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিনের সভায়।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Waqf law প্রত্যাহার  না হলে মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়বে: ওয়াইসি

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, রবিবার

Waqf law: সমর্থনকারীদের আল্লাহ্‌ জিজ্ঞাসা করবেন,  ‘তোমরা আমার অনুসারী ছিলে, নাকি মোদির’

পুবের কলম, ওয়েবডেস্ক: Waqf law বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। কৃষি আইন প্রত্যাহারের জন্য কৃষকরা যেভাবে কেন্দ্রকে বাধ্য করেছিল, আমরাও তাই করব। শনিবার দারুসসালামে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন জনসমাগমে এমনটাই মন্তব্য করেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, তিনি বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের পায়ের ধুলোরও যোগ্য নন। Waqf law পাস হতে না হতেই উত্তর প্রদেশের ৫০০টি ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ। নতুন আইনের পরিণতি ইতিমধ্যেই স্পষ্ট। যোগী রাজ্যকে দিয়ে এই ঘটনার ফিতে কাটা হয়ে গেছে। তাই এই আইন বাতিল করতে কৃষক আন্দোলনের পথ অনুসরণ করে দীর্ঘ লড়াই চালাতে হবে। সেটা না হলে দেশে মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়বে।

ওয়াইসি আরও বলেন, তিন তালাক, সিএএ, ইউএপিএ, ইউসিসি ইত্যাদি মুসলিম সমাজের উপর ধারাবাহিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। যদিও এআইএমআইএম সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছে। তবে তারা সেই রায়গুলোকে অখণ্ড বা নির্ভুল মনে করে না।‘হিন্দু খাতরে মেইন হেইন’ বলে যারা ধর্মীয় যুদ্ধের হুমকি দিচ্ছে  তারা মুখেই সংবিধানের কথা বলে। আদতে তা মানে না। তবে আমরা সাংবিধানিক নৈতিকতা মানি বলেই রায়ের প্রতি সম্মান দেখাই। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে তিন তালাক এবং বাবরি মসজিদের  সময় আমরা চুপ ছিলাম। কিন্ত আর না।Waqf law আমরা মেনে নেব না। এটা আমাদের অস্তিত্বের লড়াই। ভারতের সৌন্দর্য নরেন্দ্র মোদির মধ্যে নয়, বরং এই দেশের মন্দির, মসজিদ, দরগা এবং জনগণের ভ্রাতৃত্বে নিহিত। যারা এগুলিকে দুর্বল করছে, তারাই আসলে দেশকে দুর্বল করছে।

এদিন বোহরা সম্প্রদায়কে নিয়েও মন্তব্য করেন ওয়াইসি। জানান, ওয়াকফ বিলকে আইনে পরিণত করার দিন মোদির সঙ্গে বোহরা সম্প্রদায়ের মানুষরা সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী এঁদের সমর্থনে লাফালাফি করছে। অথচ বোহরা সম্প্রদায়ের মানুষরা এই আইনের আওতায় পড়ে না। ওয়াকফ আইনের সঙ্গে ওদের কোনও লেনদেন নেয়। আত্মমর্যাদা ছাড়া জীবিত দেহও মৃতদেহের মতো। যারা মোদি সরকারের পক্ষে দাঁড়িয়ে এই আইনকে সমর্থন করছে, তারা যেন মনে রাখে, মৃত্যুর পরে তাদের জিজ্ঞাসা করা হবে— তারা আল্লাহর অনুসারী ছিলেন, নাকি মোদির।

♦ ওয়াকফ আইন: প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন আইপিএস নুরুল হুদা

এদিনের সভা থেকে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন হায়দরাবাদের সাংসদ। পাশাপাশি ফিলিস্তিনিদের দেখে শিক্ষা গ্রহণের কথাও জানিয়েছেন। অন্য ধর্মাবলম্বীদের দৃষ্টান্ত টেনে ওয়াইসি বোঝান, যেভাবে হিন্দুদের জন্য এন্ডোমেন্ট অ্যাক্ট বা শিখদের জন্য গুরদোয়ারা কমিটি কাজ করে, তেমনভাবেই ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনাও স্বতন্ত্র নীতিতে হওয়া উচিত।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের চেয়ারম্যান মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি বলেন, এই আইন বাতিল না হলে শরিয়তের রক্ষাও সম্ভব হবে না। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি, তামিলনাড়ুর ডিএমকে-সহ বহু রাজনৈতিক দলের প্রতিনিধিরা, ধর্মীয় পণ্ডিত এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিনের সভায়।