ওয়াকফ সম্পত্তি দখলের লক্ষ্যেই আইনে সংশোধন: সরব সপা সাংসদ

- আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
- / 241
লখনই, ১৬ ফেব্রুয়ারি: ওয়াকফ আইনে সংশোধনী এনে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা নিয়ে সরব হয়েছে একাধিক সংগঠন থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব। ওয়াকফ আইন সংশোধন করে ও প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা করছে বিজেপি। শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সপা সাংসদ। এদিন নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদব বলেন, ওয়াকফ সম্পত্তির উপর কুনজর পড়েছে বিজেপি নেতাদের। ওই সম্পত্তি দখলের জন্য তারা আইন সংশোধন করতে উঠে পড়ে লেগেছে। সম্পত্তি দখলে নিতে ওয়াকফ কমিটিতে নিজেদের লোককে বসানোর চেষ্টা করছে। একাজে সরকারি আধিকারিকদেরও ব্যবহারের চেষ্টা চলছে। তাদের লক্ষ্য ওয়াকফ সম্পত্তি দখল করা।”