‘সতর্ক করেছিলাম, আমার কথা শোনেননি’ কেজরির গ্রেফতারি প্রসঙ্গে আন্না

- আপডেট : ২২ মার্চ ২০২৪, শুক্রবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খললেন আন্না হাজারে। শিষ্যকে গ্রেফতার করার খবর জানতে পেরে তিনি মর্মাহত বলেও মন্তব্য করেছেন কেজরিওয়ালের এক সময়ের গুরু আন্না হাজারে। তিনি বলেন, ‘আমি মর্মাহত। কারণ উনি আমার কথা কখনও শোনেননি।’ কেজিরওয়ালকে নিয়ে আক্ষেপও শোনা যায় তাঁর গলায়। আন্না বলেন, ‘কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে বসার পর তাঁর সরকারের আবগারী নীতি নিয়ে আমি দু’বার চিঠি লিখেছিলাম। আমি দুঃখ পেয়েছিলাম। উনি আমার কথা শোনেননি। এবার তাঁকে গ্রেফতার হতে হল।’
অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া যখন নতুন নতুন এসেছিলেন, তাঁদের সর্বদা দেশের ভালোর জন্য কাজ করার পরামর্শ দিয়েছিলেন আন্না হাজারে। তিনি বলেন, “তাঁরা দু’জনেই এই নির্দেশ শোনেননি। আর আমি ওঁকে কোনও উপদেশ দেব না। আইন আর সরকার যা করার করে নিক। কেজরিওয়ার নিজের কর্মের ফল ভোগ করছেন।’