১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এই কর্মীদের salary increase-র ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

সুস্মিতা
  • আপডেট : ১৫ মার্চ ২০২৫, শনিবার
  • / 1184

৮ বছর পর খুলল কপাল 

পুবের কলম প্রতিবেদক: বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীর ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। এপ্রিল মাস থেকে সকলে ১৪ শতাংশের বদলে ১৮ শতাংশ ডিএ পাবেন। যদিও সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়ে রয়েছে। যাইহোক, এসবের মাঝেই রাজ্যে কর্মরত বহু কর্মীর বেতন বৃদ্ধি করল সরকার। আগে যেখানে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হত, এখন সেখানে ১৬,০০০ টাকা করে বেতন পাবেন সকলে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কাদের বেতন বৃদ্ধি হয়েছে? তাহলে জানিয়ে রাখি, রাজ্যের বাস চালক (Bus driver) থেকে শুরু করে কনডাক্টরদের বেতন বৃদ্ধি করা হয়েছে। মূলত রাজ্য সরকারের নিযুক্ত চুক্তিভিত্তিক বাসচালকদের বেতন বাড়ানো হয়েছে। এর ফলে বেজায় খুশি সকলে। অনেকেই বলছেন এটি দোলের মেগা উপহার।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৬ জেলায় Heat wave সতর্কতা

সরকারের তরফে এই বিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। গত ১৩ মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ হাজার টাকা করে অতিরিক্ত টাকা দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে চুক্তিভিত্তিক ভাবে সরকারি বাসের চালক (Bus driver) হিসেবে নিযুক্ত হলে শুরুতে বেতন হত মাসিক ১৩ হাজার টাকা। সেই বেতন এবার তিন হাজার টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ, এবার থেকে চুক্তিভিত্তিক সরকারি বাসচালকরা প্রথম থেকে ১৬,০০০ টাকা করে পবেন।

আরও পড়ুন: বীরভূমে বন্ধ Internet services

যে সব চুক্তিভিত্তিক সরকারি বাস চালকরা (Bus driver) পাঁচ বছর কাজ করে ফেলেছেন, তাঁদের বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা করা হবে। এদিকে চুক্তিভিত্তিক ভাবে কোনও বাসচালকের ১০ বছর চাকরি সম্পন্ন হলে তাঁর বেতন বেড়ে ২৫ হাজার টাকা করা হবে বলে ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। আর চাকরির মেয়াদ ১৫ বছর হলে বেতন হবে ৩১ হাজার এবং ২০ বছর হলে ৩৮ হাজার টাকা। বলে দিই, এর আগে ২০১৭ সালে শেষবার চুক্তিভিত্তিক বাস চালকদের (Bus driver) বেতন বৃদ্ধি করা হয়েছিল। আর ৮ বছর পর ফের বেতন বৃদ্ধি হল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এই কর্মীদের salary increase-র ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আপডেট : ১৫ মার্চ ২০২৫, শনিবার

৮ বছর পর খুলল কপাল 

পুবের কলম প্রতিবেদক: বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীর ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। এপ্রিল মাস থেকে সকলে ১৪ শতাংশের বদলে ১৮ শতাংশ ডিএ পাবেন। যদিও সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়ে রয়েছে। যাইহোক, এসবের মাঝেই রাজ্যে কর্মরত বহু কর্মীর বেতন বৃদ্ধি করল সরকার। আগে যেখানে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হত, এখন সেখানে ১৬,০০০ টাকা করে বেতন পাবেন সকলে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কাদের বেতন বৃদ্ধি হয়েছে? তাহলে জানিয়ে রাখি, রাজ্যের বাস চালক (Bus driver) থেকে শুরু করে কনডাক্টরদের বেতন বৃদ্ধি করা হয়েছে। মূলত রাজ্য সরকারের নিযুক্ত চুক্তিভিত্তিক বাসচালকদের বেতন বাড়ানো হয়েছে। এর ফলে বেজায় খুশি সকলে। অনেকেই বলছেন এটি দোলের মেগা উপহার।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৬ জেলায় Heat wave সতর্কতা

সরকারের তরফে এই বিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। গত ১৩ মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ হাজার টাকা করে অতিরিক্ত টাকা দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে চুক্তিভিত্তিক ভাবে সরকারি বাসের চালক (Bus driver) হিসেবে নিযুক্ত হলে শুরুতে বেতন হত মাসিক ১৩ হাজার টাকা। সেই বেতন এবার তিন হাজার টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ, এবার থেকে চুক্তিভিত্তিক সরকারি বাসচালকরা প্রথম থেকে ১৬,০০০ টাকা করে পবেন।

আরও পড়ুন: বীরভূমে বন্ধ Internet services

যে সব চুক্তিভিত্তিক সরকারি বাস চালকরা (Bus driver) পাঁচ বছর কাজ করে ফেলেছেন, তাঁদের বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা করা হবে। এদিকে চুক্তিভিত্তিক ভাবে কোনও বাসচালকের ১০ বছর চাকরি সম্পন্ন হলে তাঁর বেতন বেড়ে ২৫ হাজার টাকা করা হবে বলে ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। আর চাকরির মেয়াদ ১৫ বছর হলে বেতন হবে ৩১ হাজার এবং ২০ বছর হলে ৩৮ হাজার টাকা। বলে দিই, এর আগে ২০১৭ সালে শেষবার চুক্তিভিত্তিক বাস চালকদের (Bus driver) বেতন বৃদ্ধি করা হয়েছিল। আর ৮ বছর পর ফের বেতন বৃদ্ধি হল।