৩৭ লক্ষ পড়ুয়াকে বৃত্তি দিয়েছে বিত্ত নিগম

- আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 4

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
লক্ষ্যমাত্রা প্রায় ৪৫ লক্ষ
আবদুল ওদুদ: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম প্রতি বছর সংখ্যালঘু পড়ুয়াদের উচ্চশিক্ষায় বৃত্তি প্রদান করে থাকে। লক্ষ লক্ষ পড়ুয়াকে বৃত্তি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এই বৃত্তি পেয়ে থাকে পড়ুয়ারা। ২০২৪ এবং ২৫ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম স্কলারশিপ প্রদানের লক্ষ মাত্রা রেখেছে ৪৪ লক্ষ ৯০ হাজার। ইতিমধ্যে নিগম ৩৭ লক্ষ পড়ুয়াকে বৃত্তির দেওয়ার কাজ শেষ করেছে। খুব শীঘ্রই লক্ষমাত্রায় পৌঁছে যাবে বিত্ত নিগম বলে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দফতর প্রিম্যাট্রিক, পোস্টম্যাট্রিক, মেরিট কাম মিনস, এসভিএমসিএম, টিএসপি প্রভৃতি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করে থাকে। প্রিম্যাট্রিক ক্যাটাগরিতে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। পারিবারিক ইনকাম ২ লক্ষ টাকার মধ্যে হলে পড়ুয়ারা আবেদন করতে পারে। ৫০ শতাংশ নম্বর হলে আবেদন করতে পারে পড়ুয়ারা। বাৎসরিক ১১ হাজার টাকা বৃত্তি দেওয়া হয় পড়ুয়াদের।
পোস্টম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয় একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পড়ুয়াদের। পশ্চিমবঙ্গের বসবাসকারী পড়ুয়াদের ২ লক্ষ টাকার মধ্যে বাৎসরিক আয় এবং ৫০ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারেন। বাৎসরিক ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়।
মেরিট কাম মিনস স্কলারশিপ বৃত্তি দেওয়া হয় প্রফেসনার টেকনিক্যাল কোর্স, পোস্ট গ্র্যাজুয়েশন পড়ুয়াদের জন্য এই বৃত্তি দেওয়া হয়। আইআইটি, আইআইএম-সহ অন্যান্য বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য এই বৃত্তি প্রদান করে বিত্ত নিগম। উচ্চ মাধ্যমিক এবং স্নাতকস্তরে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন যোগ্য। এই সমস্ত পড়ুয়াদের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকা হলে আবেদন করতে পারবে। বাৎসরিক ৩৩ হাজার টাকা পর্যন্ত বাৎসরিক বেনিফিট পেতে পারে পড়ুায়ারা। ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রামে ৫০ শতাংশের নীচে নম্বর পাওয়া পড়ুয়ারাও বৃত্তি পেতে পারে। এক্ষেত্রে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, বিশেষ করে দ্বাদশ থেকে পিএইচডি পর্যন্ত পড়ুয়ারা এই বৃত্তি পাওয়ার যোগ্য। পড়ুয়াদের বাৎসরিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হলে আবেদন করতে পারবে। স্কলারশিপের বেনিফিট পাবে বাৎসরিক ৪ হাজার ৯০০ টাকা পর্যন্ত।
এ ছাড়াও সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম স্বামী বিবেকান¨ মেরিট কামমিনস স্কলারশিপ প্রদান করে মূলত মেধাবী পড়ুয়াদের এই বৃত্তি প্রদান করা হয় একাদশ শ্রেণি থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত রেগুলার কোর্সের পড়ুয়ারা এই বৃত্তি পেয়ে থাকে। পলিট্যাকনিক ডিপ্লোমা, ডিপ্লোমা ইন ফার্মেসি, বিএড, ডিএল, ইডি, এমইডি, প্রভৃতি কোর্সের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এই রাজ্যে বসবাসকারী রাজ্যের বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলিতে পঠন-পাঠন রত পড়ুয়ারা আবেদন করতে পারবেন। পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা হতে হবে। শেষ পরীক্ষায় ৬০ শতাংশ উচ্চমাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত ৫৩ শতাংশ, পোস্ট গ্র্যাজুয়েটের ঊর্ধ্বে হলে ৫৫ শতাংশ নম্বর পেতে আবেদন করতে পারবে। স্কলারশিপের বেনিফিট মিলবে ৬০ হাজার টাকা পর্যন্ত বলে বিত্ত নিগম সূত্রে জানা গিয়েছে।