৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাঙ্ককে মোদি-ইউনূসের বৈঠক হবে? বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশের বিদেশসচিব

চামেলি দাস
  • আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 402

পুবের কলম, ওয়েবডেস্ক: ব্যাঙ্ককে বুধবার থেকে শুরু হচ্ছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। এই সম্মলনে যোগ দেবেন বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও এই সম্মেলনে যাওয়ার কথা। ব্যাঙ্ককে মোদি-ইউনূসের বৈঠক কী হবে? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: লোকসভায় পেশ WAQF BILL

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

তবে মোদি-ইউনূসের বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিন। থাইল্যান্ডের রাজধানী বিমস্টেক সম্মেলনে যোগ দেওয়ার কথা ইউনূসের। আর এখন সেখানেই রয়েছেন বিদেশসচিব জসীম উদ্দিন। সেখান থেকেই সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, মোদি এবং ইউনূসের বৈঠক নিয়ে তাঁরা আশাবাদী। তবে নয়াদিল্লির তরফে এখনও কোনও ইতিবাচক বার্তা যে আসেনি তাও জানান তিনি।জসীম উদ্দিন জানান, মোদির সঙ্গে ইউনূসের বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে। তাঁর কথায়, ‘‘আমাদের দিক থেকে একটি অনুরোধ করা হয়েছে। আমরা অবশ্যই আশা রাখছি, এই বৈঠক হবে।’’

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ইউনূস। ঢাকা থেকে বেশ কিছু দিন আগে সাউথ ব্লকে এই সংক্রান্ত অনুরোধও করা হয়েছিল। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার বৈঠকে আগ্রহ দেখায়নি। গত শুক্রবার বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে বাংলাদেশের নাম না-করে বলা হয়েছিল, বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় কোনও দ্বিপাক্ষিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীর যোগদানের পরিকল্পনা নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ইউনূস দায়িত্ব নেওয়ার পর চিনের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর করেন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠক করেন। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চিন সফর চূড়ান্ত করার অনেক আগে ইউনূস ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন।গত ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু ভারত থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। একই ভাবে ব্যাঙ্ককে মোদির সঙ্গে পার্শ্ববৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন ইউনূস। তা নিয়ে ঢাকা আশাবাদী। তবে এই বৈঠকের বিষয়ে ভারত এখনও চুপ।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্যাঙ্ককে মোদি-ইউনূসের বৈঠক হবে? বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশের বিদেশসচিব

আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ব্যাঙ্ককে বুধবার থেকে শুরু হচ্ছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। এই সম্মলনে যোগ দেবেন বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও এই সম্মেলনে যাওয়ার কথা। ব্যাঙ্ককে মোদি-ইউনূসের বৈঠক কী হবে? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: লোকসভায় পেশ WAQF BILL

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

তবে মোদি-ইউনূসের বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিন। থাইল্যান্ডের রাজধানী বিমস্টেক সম্মেলনে যোগ দেওয়ার কথা ইউনূসের। আর এখন সেখানেই রয়েছেন বিদেশসচিব জসীম উদ্দিন। সেখান থেকেই সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, মোদি এবং ইউনূসের বৈঠক নিয়ে তাঁরা আশাবাদী। তবে নয়াদিল্লির তরফে এখনও কোনও ইতিবাচক বার্তা যে আসেনি তাও জানান তিনি।জসীম উদ্দিন জানান, মোদির সঙ্গে ইউনূসের বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে। তাঁর কথায়, ‘‘আমাদের দিক থেকে একটি অনুরোধ করা হয়েছে। আমরা অবশ্যই আশা রাখছি, এই বৈঠক হবে।’’

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ইউনূস। ঢাকা থেকে বেশ কিছু দিন আগে সাউথ ব্লকে এই সংক্রান্ত অনুরোধও করা হয়েছিল। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার বৈঠকে আগ্রহ দেখায়নি। গত শুক্রবার বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে বাংলাদেশের নাম না-করে বলা হয়েছিল, বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় কোনও দ্বিপাক্ষিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীর যোগদানের পরিকল্পনা নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ইউনূস দায়িত্ব নেওয়ার পর চিনের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর করেন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠক করেন। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চিন সফর চূড়ান্ত করার অনেক আগে ইউনূস ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন।গত ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু ভারত থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। একই ভাবে ব্যাঙ্ককে মোদির সঙ্গে পার্শ্ববৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন ইউনূস। তা নিয়ে ঢাকা আশাবাদী। তবে এই বৈঠকের বিষয়ে ভারত এখনও চুপ।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি