২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবধান! পুরুষের তুলনায় নারীদের কান খাড়া! প্রমাণিত গবেষণায়

পুবের কলম, ওয়েবডেস্ক: সম্প্রতি সায়েন্টিফিক রিপোর্টস জা্র্নালে প্রকাশিত হয়েছে নারীরা প্রখর শ্রবণ শক্তির অধিকারী। পুরুষের তুলনায় নারীরা জন্মগতভাবেই কানে ভাল শোনেন। গবেষণায় বলা হয়েছে— বয়স-স্থান-কাল-বাসস্থান নির্বিশেষে নারীর শ্রবণশক্তি পুরুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী। নারী-পুরুষের এই জৈবিক পার্থক্যকে বিবর্তনের ফল বলে মনে করেন অনেকেই।

আরও পড়ুন: যোগ্য ও বঞ্চিতদের পাশে থাকার আশ্বার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

আরও পড়ুন: উৎসবে সিল্কের শাড়ি আপনাকে আরও সুন্দর করে তুলবে, কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন

নারী-পুরুষের শ্রবণ শক্তি নিয়ে গবেষণা চালানো হয়। গবেষণায় অংশ নিয়েছিলেন ৪৫০ জন সুস্থ, প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ। পাঁচটি দেশের বিভিন্ন প্রদেশ থেকে এই নারী-পুরুষদের নির্বাচন করা হয়। গবেষণায় দেকা গেছে,  প্রায় সবক্ষেত্রেই নারীর শ্রবণশক্তি পুরুষের তুলনায় অনেকটাই এগিয়ে। যে কোনও ধরনের কিংবা ডেসিবেলের শব্দ নারীর কর্ণকুহরে আগে প্রবেশ করে।নারীর কানের ভেতরের যে গঠন, তা পুরুষের তুলনায় খানিকটা আলাদা। পরিবেশ থেকে শব্দগ্রহণ করে, অ্যামপ্লিফাই করে শব্দতরঙ্গকে রূপান্তরিত করা হয় ইঙ্গিতে, যা পৌঁছায় মস্তিষ্কে। এ কাজটি সম্পন্ন করতে কানের ভেতরে থাকা ‘ককলিয়া’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া হরমোনের তারতম্য তো রয়েছেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে সবারই শ্রবণশক্তি কমে যায়।দেখা গেছে, এ ক্ষেত্রেও সমবয়সি পুরুষের তুলনায় নারীরা কানে শোনেন ভাল। অবশ্য পরিবেশের ওপরেও অনেক কিছু নির্ভর করে বলে জানিয়েছে গবেষণাটি।

আরও পড়ুন: পছন্দ করা পাত্রকে বিয়েতে অসম্মতি, কর্নাটকে কন্যাকে খুন বাবার

 

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভাড়া বাড়ছে ট্রেনের, ২৬ ডিসেম্বর থেকে কার্যকর নতুন ভাড়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাবধান! পুরুষের তুলনায় নারীদের কান খাড়া! প্রমাণিত গবেষণায়

আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সম্প্রতি সায়েন্টিফিক রিপোর্টস জা্র্নালে প্রকাশিত হয়েছে নারীরা প্রখর শ্রবণ শক্তির অধিকারী। পুরুষের তুলনায় নারীরা জন্মগতভাবেই কানে ভাল শোনেন। গবেষণায় বলা হয়েছে— বয়স-স্থান-কাল-বাসস্থান নির্বিশেষে নারীর শ্রবণশক্তি পুরুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী। নারী-পুরুষের এই জৈবিক পার্থক্যকে বিবর্তনের ফল বলে মনে করেন অনেকেই।

আরও পড়ুন: যোগ্য ও বঞ্চিতদের পাশে থাকার আশ্বার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

আরও পড়ুন: উৎসবে সিল্কের শাড়ি আপনাকে আরও সুন্দর করে তুলবে, কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন

নারী-পুরুষের শ্রবণ শক্তি নিয়ে গবেষণা চালানো হয়। গবেষণায় অংশ নিয়েছিলেন ৪৫০ জন সুস্থ, প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ। পাঁচটি দেশের বিভিন্ন প্রদেশ থেকে এই নারী-পুরুষদের নির্বাচন করা হয়। গবেষণায় দেকা গেছে,  প্রায় সবক্ষেত্রেই নারীর শ্রবণশক্তি পুরুষের তুলনায় অনেকটাই এগিয়ে। যে কোনও ধরনের কিংবা ডেসিবেলের শব্দ নারীর কর্ণকুহরে আগে প্রবেশ করে।নারীর কানের ভেতরের যে গঠন, তা পুরুষের তুলনায় খানিকটা আলাদা। পরিবেশ থেকে শব্দগ্রহণ করে, অ্যামপ্লিফাই করে শব্দতরঙ্গকে রূপান্তরিত করা হয় ইঙ্গিতে, যা পৌঁছায় মস্তিষ্কে। এ কাজটি সম্পন্ন করতে কানের ভেতরে থাকা ‘ককলিয়া’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া হরমোনের তারতম্য তো রয়েছেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে সবারই শ্রবণশক্তি কমে যায়।দেখা গেছে, এ ক্ষেত্রেও সমবয়সি পুরুষের তুলনায় নারীরা কানে শোনেন ভাল। অবশ্য পরিবেশের ওপরেও অনেক কিছু নির্ভর করে বলে জানিয়েছে গবেষণাটি।

আরও পড়ুন: পছন্দ করা পাত্রকে বিয়েতে অসম্মতি, কর্নাটকে কন্যাকে খুন বাবার

 

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ