১৪ জুন ২০২৫, শনিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ হয়ে গেল মহিলা সম্মান সেভিংস স্কিম

চামেলি দাস
  • আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার
  • / 123

পুবের কলম, ওয়েবডেস্ক: বন্ধ হয়ে গেল মহিলাদের জন্য জনপ্রিয় সেভিংস সার্টিফিকেট স্কিম। দু’বছর আগে চালু হওয়া ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রকল্পটি ব্যাঙ্ক ও পোস্ট অফিসে বেশ সাড়া ফেলেছিল। কেন্দ্রের বিজেপি সরকার স্কিমটি বন্ধ করে দিল। সুদের হার ছিল প্রায় ৭.৫ শতাংশ । যা অন্য অনেক ক্ষুদ্র সঞ্চয় বা ফিক্সড ডিপোজিট স্কিমের তুলনায় অনেকটাই বেশি। নারী-সুরক্ষা বা নারী-সম্মানের কথা কেন্দ্রের সরকার বলে থাকে। তাই এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হবে বলেই মনে করা হয়েছিল।

কেন্দ্রের অর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । তাতে লেখা হয়েছে ৩১ মার্চ বন্ধ হয়ে যাচ্ছে ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ স্কিম। এই প্রকল্পের জন্য আর কোনও নতুন ‘ডিপোজিট’ নেওয়া হবে না। বিজেপির একটি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, আরও বেশি অর্থনৈতিকভাবে লাভজনক স্কিম সরকার আনার কথা ভাবা হচ্ছে। বিজেপির জমানায় নারীরা মোটেও সুরক্ষিত নয় বলে কটাক্ষ বিরোধীদের। এটা নারীবিদ্বেষী সরকার। তৃণমূলের মুখপাত্রর বক্তব্য, “নারীদের সম্মান ও সুরক্ষা নিয়ে বিজেপির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষা নেওয়া।” কেন্দ্রের সামগ্রিক বাজেটের মধ্যে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের বাজেটে বরাদ্দ মাত্র ০.৫৩ শতাংশ।

আরও পড়ুন: রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ, প্রাপ্য না দেওয়ার অভিযোগে সরব সেচমন্ত্রী মানস ভূঁইয়া

‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম’ চালু হয় ২০২৩ সালের ১ এপ্রিল। ১৮ বছরের বেশি বয়সি মহিলারা আবেদন করতে পারতেন। মহিলাদের আর্থিক স্বচ্ছলতার জন্য দু’বছরের মেয়াদে ক্ষুদ্র সঞ্চয়ের প্রকল্পটি চালু হয়। সর্বনিম্ন এক হাজার ও সর্বাধিক দুই লক্ষ টাকা জমা রাখার সুযোগ ছিল। ৭.৫ শতাংশ হারে সুদ মেলায় অল্পদিনেই জনপ্রিয় হয়ে ওঠে এই স্কিমে।

আরও পড়ুন: ২০৩৪-এর আগে ‘এক দেশ এক ভোট’ সম্ভব নয়, জানালেন সংসদীয় কমিটির প্রধান

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্ধ হয়ে গেল মহিলা সম্মান সেভিংস স্কিম

আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বন্ধ হয়ে গেল মহিলাদের জন্য জনপ্রিয় সেভিংস সার্টিফিকেট স্কিম। দু’বছর আগে চালু হওয়া ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রকল্পটি ব্যাঙ্ক ও পোস্ট অফিসে বেশ সাড়া ফেলেছিল। কেন্দ্রের বিজেপি সরকার স্কিমটি বন্ধ করে দিল। সুদের হার ছিল প্রায় ৭.৫ শতাংশ । যা অন্য অনেক ক্ষুদ্র সঞ্চয় বা ফিক্সড ডিপোজিট স্কিমের তুলনায় অনেকটাই বেশি। নারী-সুরক্ষা বা নারী-সম্মানের কথা কেন্দ্রের সরকার বলে থাকে। তাই এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হবে বলেই মনে করা হয়েছিল।

কেন্দ্রের অর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । তাতে লেখা হয়েছে ৩১ মার্চ বন্ধ হয়ে যাচ্ছে ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ স্কিম। এই প্রকল্পের জন্য আর কোনও নতুন ‘ডিপোজিট’ নেওয়া হবে না। বিজেপির একটি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, আরও বেশি অর্থনৈতিকভাবে লাভজনক স্কিম সরকার আনার কথা ভাবা হচ্ছে। বিজেপির জমানায় নারীরা মোটেও সুরক্ষিত নয় বলে কটাক্ষ বিরোধীদের। এটা নারীবিদ্বেষী সরকার। তৃণমূলের মুখপাত্রর বক্তব্য, “নারীদের সম্মান ও সুরক্ষা নিয়ে বিজেপির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষা নেওয়া।” কেন্দ্রের সামগ্রিক বাজেটের মধ্যে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের বাজেটে বরাদ্দ মাত্র ০.৫৩ শতাংশ।

আরও পড়ুন: রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ, প্রাপ্য না দেওয়ার অভিযোগে সরব সেচমন্ত্রী মানস ভূঁইয়া

‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম’ চালু হয় ২০২৩ সালের ১ এপ্রিল। ১৮ বছরের বেশি বয়সি মহিলারা আবেদন করতে পারতেন। মহিলাদের আর্থিক স্বচ্ছলতার জন্য দু’বছরের মেয়াদে ক্ষুদ্র সঞ্চয়ের প্রকল্পটি চালু হয়। সর্বনিম্ন এক হাজার ও সর্বাধিক দুই লক্ষ টাকা জমা রাখার সুযোগ ছিল। ৭.৫ শতাংশ হারে সুদ মেলায় অল্পদিনেই জনপ্রিয় হয়ে ওঠে এই স্কিমে।

আরও পড়ুন: ২০৩৪-এর আগে ‘এক দেশ এক ভোট’ সম্ভব নয়, জানালেন সংসদীয় কমিটির প্রধান

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির