১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৭৪ বছরে কোনওদিন ছুটি নেননি মহিলা কর্মী

সামিমা এহসানা
  • আপডেট : ৭ জুলাই ২০২৩, শুক্রবার
  • / 45

পুবের কলম ওয়েব ডেস্ক: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম না উঠলেও তাঁর কৃতীত্ব লিখে রাখার মতনই। আমেরিকার টেক্সাসের একটি ডিপার্টমেন্ট স্টোরে ৭৪ বছর কাজ করার পর গত মাসে অবসর নিয়েছেন মেলবা মেবানে নামে ৯০ বছরের এক নারী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই ৭৪ বছরের কর্মজীবনে কোনওদিনও ছুটির আবেদনপত্র লেখেননি মেলবা। কারণ তিনি কোনওদিন ছুটি নেননি।

১৯৪৯ সালে ওই ডিপার্টমেন্ট স্টোরে লিফট গার্ল হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে পদন্নতিও হয়েছে। কিন্তু এই যাত্রায় কখনও ছুটি নেননি তিনি। এমনকি শারীরিক অসুস্থতার জন্যেও নয়। সেখানকার স্টোর ম্যানেজার জানিয়েছেন, কাজ করতে গিয়ে কখনও বিরক্তি প্রকাশ করেননি মেলবা। নিজের কাজের পাশাপাশি নতুন কর্মীদের গাইড করা এমনকি তাদেরকে জীবন সম্পর্কেও উপদেশ দিয়েছেন তিনি। সেখানকার সব কর্মচারীদের মায়ের ভূমিকা পালন করেছেন মেলবা।

আরও পড়ুন: রোকেয়ার সমাজ বিপ্লব থেকে অনুপ্রেরণা নিতে হবে:  ইমরান

তাঁর কাজের প্রতি সম্মান জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে, মেলবাকে সার্টিফিকেট অফ এক্সেলেন্স পুরস্কার দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

আরও পড়ুন: সম্পূর্ণ অন্ধ দুই যুবক পাশ করলেন রাজ্যের সিভিল সার্ভিসের পরীক্ষায়

এতদিন তো ছুটি নেননি মেলবা, কিন্তু এবার অবসরে কাজ ছাড়া থাকবেন কিভাবে? এমন প্রশ্নের উত্তরে ৯০ বছরের মেলবা জানিয়েছেন বাকি সফরটুকু বিশ্রাম, ঘোরাঘুরি আর ভালোমন্দ খেয়েই কাটাতে চান তিনি।

আরও পড়ুন: টুইন টাওয়ারের বিরুদ্ধে লড়াই, নেতৃত্ব দেওয়া ৪ প্রবীণের গল্প

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭৪ বছরে কোনওদিন ছুটি নেননি মহিলা কর্মী

আপডেট : ৭ জুলাই ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম না উঠলেও তাঁর কৃতীত্ব লিখে রাখার মতনই। আমেরিকার টেক্সাসের একটি ডিপার্টমেন্ট স্টোরে ৭৪ বছর কাজ করার পর গত মাসে অবসর নিয়েছেন মেলবা মেবানে নামে ৯০ বছরের এক নারী। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই ৭৪ বছরের কর্মজীবনে কোনওদিনও ছুটির আবেদনপত্র লেখেননি মেলবা। কারণ তিনি কোনওদিন ছুটি নেননি।

১৯৪৯ সালে ওই ডিপার্টমেন্ট স্টোরে লিফট গার্ল হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে পদন্নতিও হয়েছে। কিন্তু এই যাত্রায় কখনও ছুটি নেননি তিনি। এমনকি শারীরিক অসুস্থতার জন্যেও নয়। সেখানকার স্টোর ম্যানেজার জানিয়েছেন, কাজ করতে গিয়ে কখনও বিরক্তি প্রকাশ করেননি মেলবা। নিজের কাজের পাশাপাশি নতুন কর্মীদের গাইড করা এমনকি তাদেরকে জীবন সম্পর্কেও উপদেশ দিয়েছেন তিনি। সেখানকার সব কর্মচারীদের মায়ের ভূমিকা পালন করেছেন মেলবা।

আরও পড়ুন: রোকেয়ার সমাজ বিপ্লব থেকে অনুপ্রেরণা নিতে হবে:  ইমরান

তাঁর কাজের প্রতি সম্মান জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে, মেলবাকে সার্টিফিকেট অফ এক্সেলেন্স পুরস্কার দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

আরও পড়ুন: সম্পূর্ণ অন্ধ দুই যুবক পাশ করলেন রাজ্যের সিভিল সার্ভিসের পরীক্ষায়

এতদিন তো ছুটি নেননি মেলবা, কিন্তু এবার অবসরে কাজ ছাড়া থাকবেন কিভাবে? এমন প্রশ্নের উত্তরে ৯০ বছরের মেলবা জানিয়েছেন বাকি সফরটুকু বিশ্রাম, ঘোরাঘুরি আর ভালোমন্দ খেয়েই কাটাতে চান তিনি।

আরও পড়ুন: টুইন টাওয়ারের বিরুদ্ধে লড়াই, নেতৃত্ব দেওয়া ৪ প্রবীণের গল্প