১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলাম গ্রহণ করলেন বিশ্বখ্যাত হার্ভার্ড বিজ্ঞানী হেনরি লারসন

পুবের কলম,ওয়েবডেস্ক: লা ইলাহা ইল্লাল লাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ। নাই কোনও উপাস্য আল্লাহ ছাড়া। মুহাম্মদ(সা) তাঁর প্রেরিত রাসুল। কলমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী হেনরি লারসন। স্টেম সেল গবেষণায় সারা বিশ্বে যতজন বিজ্ঞানী কাজ করছেন হেনরি লারসন তাদের মধ্যে অন্যতম অগ্রগণ্য। এমন বিশ্বখ্যাত বিজ্ঞানীর সম্প্রতি ইসলাম গ্রহণ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে সোশ্যাল সাইটে। অনেকে এই খবর শুনে প্রতিক্রিয়ায় লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’ । কেউ কেউ লিখেছেন ‘মাশাআল্লাহ।’

 

জানা গিয়েছে প্রথম রমযান থেকে রোযা রাখছেন তিনি। আদায় করছেন তারাবিহ’র নামাযও। খুব শীঘ্রই হেনরি লারসন ওমরাহ করবেন বলেও জানা গিয়েছে । একটি ভাইরাল ভিডিওতে হেনরি লারসনকে কলমা পরে ইসলাম গ্রহণ করতে দেখা যায়। জানা গিয়েছে তাঁর নতুন নাম হয়েছে আধুল হক।

সাম্প্রতিক কালে যে ধরনের চিকিৎসার কথা খুব বেশি শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম ‘স্টেম সেল থেরাপি’ । হার্ভার্ড ইউনিভার্সিটিতে সম্প্রতি বংশগত অন্ধত্বের চিকিৎসার জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক অনুমোদিত স্টেম সেল ওষুধের উদ্ভাবক এই হেনরি লারসন ওরফে আধুল হক।

 

এর আগে, সুপরিচিত আমেরিকান কর্মী, লেখক এবং প্রাক্তন যাজক শন কিং ঘোষণা করেন যে তিনি এবং তার স্ত্রী রমযানের প্রথম দিনে ইসলাম গ্রহণ করেছেন। ফিলিস্তিনের গাজায় পশ্চিমি মদদে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদেও সমগ্র পশ্চিমা বিশ্বে বিখ্যাত ব্যক্তি সহ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছেন।

লারসন আর পাঁচজনের মত আম আদমি নন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী। একজন বিজ্ঞানীকে যখন কোনো আদর্শ নতুন করে গ্রহণ করেন তা আবেগ তাড়িত হয় না। বিজ্ঞানীরা বহু কিছুকেই যুক্তি ও বাস্তবতার কষ্টি পাথরে রেখে বিচার করেন। তিনি আবারও বুঝিয়ে দিলেন ধমর্মো বিজ্ঞান পরস্পরের বিরোধী নয়। বরং মানব কল্যাণে তা পরস্পরের সহায়ক হতে পারে।

 

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

উত্তপ্ত বাংলাদেশ: হোস্টেল থেকে উদ্ধার এনসিপি নেত্রীর ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা! উঠছে প্রশ্ন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসলাম গ্রহণ করলেন বিশ্বখ্যাত হার্ভার্ড বিজ্ঞানী হেনরি লারসন

আপডেট : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: লা ইলাহা ইল্লাল লাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ। নাই কোনও উপাস্য আল্লাহ ছাড়া। মুহাম্মদ(সা) তাঁর প্রেরিত রাসুল। কলমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী হেনরি লারসন। স্টেম সেল গবেষণায় সারা বিশ্বে যতজন বিজ্ঞানী কাজ করছেন হেনরি লারসন তাদের মধ্যে অন্যতম অগ্রগণ্য। এমন বিশ্বখ্যাত বিজ্ঞানীর সম্প্রতি ইসলাম গ্রহণ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে সোশ্যাল সাইটে। অনেকে এই খবর শুনে প্রতিক্রিয়ায় লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’ । কেউ কেউ লিখেছেন ‘মাশাআল্লাহ।’

 

জানা গিয়েছে প্রথম রমযান থেকে রোযা রাখছেন তিনি। আদায় করছেন তারাবিহ’র নামাযও। খুব শীঘ্রই হেনরি লারসন ওমরাহ করবেন বলেও জানা গিয়েছে । একটি ভাইরাল ভিডিওতে হেনরি লারসনকে কলমা পরে ইসলাম গ্রহণ করতে দেখা যায়। জানা গিয়েছে তাঁর নতুন নাম হয়েছে আধুল হক।

সাম্প্রতিক কালে যে ধরনের চিকিৎসার কথা খুব বেশি শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম ‘স্টেম সেল থেরাপি’ । হার্ভার্ড ইউনিভার্সিটিতে সম্প্রতি বংশগত অন্ধত্বের চিকিৎসার জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক অনুমোদিত স্টেম সেল ওষুধের উদ্ভাবক এই হেনরি লারসন ওরফে আধুল হক।

 

এর আগে, সুপরিচিত আমেরিকান কর্মী, লেখক এবং প্রাক্তন যাজক শন কিং ঘোষণা করেন যে তিনি এবং তার স্ত্রী রমযানের প্রথম দিনে ইসলাম গ্রহণ করেছেন। ফিলিস্তিনের গাজায় পশ্চিমি মদদে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদেও সমগ্র পশ্চিমা বিশ্বে বিখ্যাত ব্যক্তি সহ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছেন।

লারসন আর পাঁচজনের মত আম আদমি নন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী। একজন বিজ্ঞানীকে যখন কোনো আদর্শ নতুন করে গ্রহণ করেন তা আবেগ তাড়িত হয় না। বিজ্ঞানীরা বহু কিছুকেই যুক্তি ও বাস্তবতার কষ্টি পাথরে রেখে বিচার করেন। তিনি আবারও বুঝিয়ে দিলেন ধমর্মো বিজ্ঞান পরস্পরের বিরোধী নয়। বরং মানব কল্যাণে তা পরস্পরের সহায়ক হতে পারে।