০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিন

সামিমা এহসানা
  • আপডেট : ১৩ মার্চ ২০২৪, বুধবার
  • / 27

পুবের কলম ওয়েব ডেস্ক: সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে সে মানুষ নয়। এআই চালিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যা যা করতে পারে তার সবটাই করতে পারে সে। বিশ্বের প্রথম এআই চালিত এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তৈরি করেছে আমেরিকার কগনিশন নামে এক কোম্পানি। তার নাম দেওয়া হয়েছে ‘ডেভিন’।
ডেভিন কোড তৈরি করতে পারে। ওয়েবসাইট তৈরি করতে পারে। সফটওয়্যারও তৈরি করে দিতে পারে। তাহলে কি এবার ইঞ্জিনিয়াররা চাকরি হারাবে ডেডিনের কারণে? এর জবাবে নির্মাতা কোম্পানি জানিয়েছে, ডেভিন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যা যা পারেন, তা করতে জানলেও কারোর চাকরি নিয়ে টানাটানি করবে না। তাকে তৈরি করা হয়েছে ইঞ্জিনিয়ারদের সাহায্য করার জন্য। তাদের কাজকে আরও সহজ করবে ডেভিন। কিন্তু তার জন্য চাকরি খোয়াতে হবে না কাউকেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিন

আপডেট : ১৩ মার্চ ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে সে মানুষ নয়। এআই চালিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যা যা করতে পারে তার সবটাই করতে পারে সে। বিশ্বের প্রথম এআই চালিত এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তৈরি করেছে আমেরিকার কগনিশন নামে এক কোম্পানি। তার নাম দেওয়া হয়েছে ‘ডেভিন’।
ডেভিন কোড তৈরি করতে পারে। ওয়েবসাইট তৈরি করতে পারে। সফটওয়্যারও তৈরি করে দিতে পারে। তাহলে কি এবার ইঞ্জিনিয়াররা চাকরি হারাবে ডেডিনের কারণে? এর জবাবে নির্মাতা কোম্পানি জানিয়েছে, ডেভিন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যা যা পারেন, তা করতে জানলেও কারোর চাকরি নিয়ে টানাটানি করবে না। তাকে তৈরি করা হয়েছে ইঞ্জিনিয়ারদের সাহায্য করার জন্য। তাদের কাজকে আরও সহজ করবে ডেভিন। কিন্তু তার জন্য চাকরি খোয়াতে হবে না কাউকেই।