১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের বৃহত্তম কুমিরের মৃত্যু

ইমামা খাতুন
  • আপডেট : ২ নভেম্বর ২০২৪, শনিবার
  • / 1
পুবের কলম, ওয়েবডেস্ক:  বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছিল। মৃত্যু হয়েছে সেই কুমিরটির। জানা যায়, শনিবার অস্ট্রেলিয়ান একটি বন্য প্রাণী অভয়ারণ্য সংস্থা কুমিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। এতদিন বন্দি অবস্থায় ছিল সে। মৃত্যুকালে বয়স হয়েছিল ১১০ বছরের বেশি। যা ৫.৪৮ মিটার (১৮ ফুট) লম্বা।

এদিন পোস্ট করে তারা আরও জানায়, ‘ক্যাসিয়াসকে আমাদের খুব মনে পড়বে।  তার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। ‘১৯৪৭ সাল থেকে অভয়ারণ্যে বসবাস করেছিল ক্যাসিয়াস। কুমিরগুলো এই অঞ্চলের পর্যটনশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।ক্যাসিয়াস একটি লবণাক্ত পানির কুমির। বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে শিরোনাম রয়েছে।

২০১৩ সালে ফিলিপাইনের কুমির লোলংয়ের মৃত্যুর পর ক্যাসিয়াস বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমিরের খেতাবটি পেয়েছিল। গিনেস বুক অনুসারে, ফিলিপাইনের কুমির লোলংয়ের দৈর্ঘ্য ছিল ৬.১৭ মিটার (২০ ফুট ৩ ইঞ্চি)। 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের বৃহত্তম কুমিরের মৃত্যু

আপডেট : ২ নভেম্বর ২০২৪, শনিবার
পুবের কলম, ওয়েবডেস্ক:  বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছিল। মৃত্যু হয়েছে সেই কুমিরটির। জানা যায়, শনিবার অস্ট্রেলিয়ান একটি বন্য প্রাণী অভয়ারণ্য সংস্থা কুমিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। এতদিন বন্দি অবস্থায় ছিল সে। মৃত্যুকালে বয়স হয়েছিল ১১০ বছরের বেশি। যা ৫.৪৮ মিটার (১৮ ফুট) লম্বা।

এদিন পোস্ট করে তারা আরও জানায়, ‘ক্যাসিয়াসকে আমাদের খুব মনে পড়বে।  তার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। ‘১৯৪৭ সাল থেকে অভয়ারণ্যে বসবাস করেছিল ক্যাসিয়াস। কুমিরগুলো এই অঞ্চলের পর্যটনশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।ক্যাসিয়াস একটি লবণাক্ত পানির কুমির। বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে শিরোনাম রয়েছে।

২০১৩ সালে ফিলিপাইনের কুমির লোলংয়ের মৃত্যুর পর ক্যাসিয়াস বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমিরের খেতাবটি পেয়েছিল। গিনেস বুক অনুসারে, ফিলিপাইনের কুমির লোলংয়ের দৈর্ঘ্য ছিল ৬.১৭ মিটার (২০ ফুট ৩ ইঞ্চি)।