২১ জানুয়ারী ২০২৬, বুধবার, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দশ বছরের পুরনো ছবি মোদিকে উপহার ইউনূসের

পুবের কলম, ওয়েবডেস্ক:  ব্যাঙ্ককের বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসে ভারত-বাংলাদেশ। গত বছর অগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহম্মদ ইউনূস বৈঠক করেন। সেই বৈঠকের ফাঁকেই ১০ বছরের পুরনো একটি ছবি মোদিকে উপহার দিলেন বাংলাদেশের তদারকি সরকারে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ছবিতে দেখা যাচ্ছে, হাসি মুখে একে অপরের সঙ্গে করমর্দন করছেন মোদি ও ইউনূস। ইউনূসের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বইয়ে তোলা। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০২তম বর্ষে বিজ্ঞানের কাজে বিশেষ কৃতিত্বের জন্য ইউনূসকে স্বর্ণপদক দেওয়া হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কার তুলে দিয়েছিলেন ইউনূসের হাতে। ১০ বছর পর সেই ছবি মোদির হাতে তুলে দিলেন ইউনূস। ছবি উপহারের এই ঘটনায় কূটনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: যোগ্য ও বঞ্চিতদের পাশে থাকার আশ্বার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

আরও পড়ুন: পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানের জল্পনা

গত আটমাসে বাংলাদেশে উগ্র মৌলবাদের দাপাদাপি, সংখ্যালঘু হিন্দু নির্যাতন, চিন ও পাক ঘনিষ্ঠতা প্রভাব ফেলেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে। মৌলবাদীদের পেতে দেওয়া বাংলাদেশের কুর্সিতে বসেছেন ইউনূস। তাদের তুষ্ট করতে গেলে হতে হবে ভারত বিরোধী। সেই মতোই পাকিস্তান ও চিনের সঙ্গে নতুন করে সম্পর্ক পাতাচ্ছেন ইউনূস। গত সপ্তাহে চিন সফরও করেছেন তিনি। তবে দেশের উন্নতিতে ভারতকে বাদ দেওয়া যে যাবে না, সেটা ভাল করেই বুঝতে পারছেন ইউনূস। তাই ভারতকে চটাতে চাইছেন না। তাতে আখেরে বাংলাদেশেরই ক্ষতি একথা জানেন তিনি। সবদিক বিচার করে চিন-পাকিস্তান ঘনিষ্ঠতা বাড়ালেও ভারতকেও সঙ্গে নিয়ে চলতে চান ইউনূস। এই ছবি যেন সেই বার্তাই দিচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশে পাতানো নির্বাচনের আশঙ্কা প্রকাশ জামায়াতে ইসলামীর!

 

আরও পড়ুন: ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন ইউনূস সরকার, দোষীদের বিচারের আওতায় আনার দাবি ঢাকার

সর্বধিক পাঠিত

ফের ভারত-পাক সংঘাত বন্ধের দাবি ট্রাম্পের, ‘মোট ৭০ বার কৃতিত্ব দাবি’ খোঁচা কংগ্রেসের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দশ বছরের পুরনো ছবি মোদিকে উপহার ইউনূসের

আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ব্যাঙ্ককের বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসে ভারত-বাংলাদেশ। গত বছর অগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহম্মদ ইউনূস বৈঠক করেন। সেই বৈঠকের ফাঁকেই ১০ বছরের পুরনো একটি ছবি মোদিকে উপহার দিলেন বাংলাদেশের তদারকি সরকারে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ছবিতে দেখা যাচ্ছে, হাসি মুখে একে অপরের সঙ্গে করমর্দন করছেন মোদি ও ইউনূস। ইউনূসের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বইয়ে তোলা। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০২তম বর্ষে বিজ্ঞানের কাজে বিশেষ কৃতিত্বের জন্য ইউনূসকে স্বর্ণপদক দেওয়া হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কার তুলে দিয়েছিলেন ইউনূসের হাতে। ১০ বছর পর সেই ছবি মোদির হাতে তুলে দিলেন ইউনূস। ছবি উপহারের এই ঘটনায় কূটনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: যোগ্য ও বঞ্চিতদের পাশে থাকার আশ্বার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

আরও পড়ুন: পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানের জল্পনা

গত আটমাসে বাংলাদেশে উগ্র মৌলবাদের দাপাদাপি, সংখ্যালঘু হিন্দু নির্যাতন, চিন ও পাক ঘনিষ্ঠতা প্রভাব ফেলেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে। মৌলবাদীদের পেতে দেওয়া বাংলাদেশের কুর্সিতে বসেছেন ইউনূস। তাদের তুষ্ট করতে গেলে হতে হবে ভারত বিরোধী। সেই মতোই পাকিস্তান ও চিনের সঙ্গে নতুন করে সম্পর্ক পাতাচ্ছেন ইউনূস। গত সপ্তাহে চিন সফরও করেছেন তিনি। তবে দেশের উন্নতিতে ভারতকে বাদ দেওয়া যে যাবে না, সেটা ভাল করেই বুঝতে পারছেন ইউনূস। তাই ভারতকে চটাতে চাইছেন না। তাতে আখেরে বাংলাদেশেরই ক্ষতি একথা জানেন তিনি। সবদিক বিচার করে চিন-পাকিস্তান ঘনিষ্ঠতা বাড়ালেও ভারতকেও সঙ্গে নিয়ে চলতে চান ইউনূস। এই ছবি যেন সেই বার্তাই দিচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশে পাতানো নির্বাচনের আশঙ্কা প্রকাশ জামায়াতে ইসলামীর!

 

আরও পড়ুন: ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন ইউনূস সরকার, দোষীদের বিচারের আওতায় আনার দাবি ঢাকার