০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ Abhishek Banerjee-র মহাবৈঠক, যোগ দেবেন ৪,৫০০ নেতা

সুস্মিতা
  • আপডেট : ১৫ মার্চ ২০২৫, শনিবার
  • / 378

পুবের কলম ওয়েবডেস্ক: আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মহাবৈঠক। বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে। এই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের ৪,৫০০ নেতা। শুক্রবার তৃণমূল সূত্রে জানা যায়, যোগদানকারীর সংখ্যা প্রায় ৪,৫০০। বৈঠকে যাদের থাকার কথা, তাঁদের মোবাইলে নির্ধারিত সময়ের আগেই চলে যাবে বৈঠকের ‘লিঙ্ক’।
রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদকে বৈঠকে ডাকা হয়েছে। থাকবেন তৃণমূলের সমস্ত বিধায়ক, পুরনিগমগুলির মেয়র, ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান। কলকাতা পুরসভার ক্ষেত্রে সমস্ত কাউন্সিলরকে ডাকা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি-সহ গোটা জেলা পরিষদকে থাকতে বলা হয়েছে। পুরসভাগুলির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান থাকবেন। এর সঙ্গেই থাকবে তৃণমূলের পুরো রাজ্য কমিটিও। এছাড়া লোকসভা নির্বাচনে যে সমস্ত প্রার্থী পরাজিত হয়েছিলেন, তাদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ভোটার তালিকা যাচাইচের কাজে সাংসদ আবু তাহের খান

আরও পড়ুন: এসআইআর প্রস্তুতি: বিএলএ ও নেতা-কর্মীদের জরুরি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা— সমস্ত শাখা সংগঠনের জেলার নেতৃত্বকে থাকতে বলা হয়েছে শনিবারের বৈঠকে। তৃণমূল সূত্রের খবর, ভোটার তালিকা স্ক্রুটিনি ও ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতির বিষয়ে সাংগঠনিক কাজের রূপরেখার কথা বলবেন অভিষেক (Abhishek Banerjee)।

আরও পড়ুন: মা দুর্গার আশীর্বাদেই বিপর্যয় কাটিয়ে উঠব, উত্তরবঙ্গ নিয়ে বার্তা অভিষেকের

আরও পড়ুন: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ Abhishek Banerjee-র মহাবৈঠক, যোগ দেবেন ৪,৫০০ নেতা

আপডেট : ১৫ মার্চ ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মহাবৈঠক। বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে। এই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের ৪,৫০০ নেতা। শুক্রবার তৃণমূল সূত্রে জানা যায়, যোগদানকারীর সংখ্যা প্রায় ৪,৫০০। বৈঠকে যাদের থাকার কথা, তাঁদের মোবাইলে নির্ধারিত সময়ের আগেই চলে যাবে বৈঠকের ‘লিঙ্ক’।
রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদকে বৈঠকে ডাকা হয়েছে। থাকবেন তৃণমূলের সমস্ত বিধায়ক, পুরনিগমগুলির মেয়র, ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান। কলকাতা পুরসভার ক্ষেত্রে সমস্ত কাউন্সিলরকে ডাকা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি-সহ গোটা জেলা পরিষদকে থাকতে বলা হয়েছে। পুরসভাগুলির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান থাকবেন। এর সঙ্গেই থাকবে তৃণমূলের পুরো রাজ্য কমিটিও। এছাড়া লোকসভা নির্বাচনে যে সমস্ত প্রার্থী পরাজিত হয়েছিলেন, তাদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ভোটার তালিকা যাচাইচের কাজে সাংসদ আবু তাহের খান

আরও পড়ুন: এসআইআর প্রস্তুতি: বিএলএ ও নেতা-কর্মীদের জরুরি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা— সমস্ত শাখা সংগঠনের জেলার নেতৃত্বকে থাকতে বলা হয়েছে শনিবারের বৈঠকে। তৃণমূল সূত্রের খবর, ভোটার তালিকা স্ক্রুটিনি ও ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতির বিষয়ে সাংগঠনিক কাজের রূপরেখার কথা বলবেন অভিষেক (Abhishek Banerjee)।

আরও পড়ুন: মা দুর্গার আশীর্বাদেই বিপর্যয় কাটিয়ে উঠব, উত্তরবঙ্গ নিয়ে বার্তা অভিষেকের

আরও পড়ুন: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়