Aurangzeb Tomb Row: বাবরি পুনরাবৃত্তির হুমকি, উত্তপ্ত নাগপুর

- আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 263
Aurangzeb Tomb Row: তপ্ত নাগপুরে কারফিউ জারি
পুবের কলম, ওয়েবডেস্ক: আওরঙ্গজেবের (Aurangzeb Tomb Row) সমাধি নিয়ে উত্তপ্ত নাগপুর-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। সোমবার বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরঙ্গ দলের একটি মিছিলকে ঘিরে হিন্দু-মুসলিম সংঘাত শুরু হয়।
খুলদাবাদ থেকে আওরঙ্গজেবের সমাধি (Aurangzeb Tomb Row) সরাতে হবে বলে দাবি জানিয়ে রাস্তায় নামে তারা। সেই মর্মে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের কাছে আগে স্মারকলিপিও জমা দেয় বিশ্ব হিন্দু পরিষদ।
Nagpur Violence: আওরঙ্গজেবের সমাধি নিয়ে বিতর্ক, জ্বলছে নাগপুর.
তাদের দাবি ছিল, ছত্রপতি সম্ভাজীনগরে আওরঙ্গজেবের যে সমাধি (Aurangzeb Tomb Row) রয়েছে, তা না সরানো হলে ওই নির্মাণটির পরিণতিও হবে বাবরি মসজিদের মতোই। সোমবারের মিছিলে আওরঙ্গজেবের কুশপুতলও পোড়ানো হয়। আর সেই থেকেই অশান্তি ছড়ায়।
মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন। সেই সময় মুসলিম সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ পোড়ানো হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপর মহারাষ্ট্রের নাগপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।