০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহিলা পরিচালিত রেলস্টেশন পেল কোচবিহার

সুস্মিতা
  • আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার
  • / 33

রুবায়েত মোস্তাফা, কোচবিহার: কোচবিহার স্টেশনের পরিচালন ভার পেলেন মহিলারা। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে রেল কর্তৃপক্ষ রাজার শহর কোচবিহারের সার্কিট হাউজের পূর্ব দিকে অবস্থিত রাজ আমলের কোচবিহার স্টেশনটির পরিচালনার ভার রেল দফতরের মহিলা কর্মী ও আধিকারিকদের হাতে তুলে দিয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনে মোট ৮৪ টি রেল স্টেশন রয়েছে। এর মধ্যে কোচবিহারই প্রথম রেল স্টেশন যেখানে সমস্ত ফ্রন্টলাইন স্টাফ থাকবে মহিলা। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ এই দিনটিকে বেছে নিয়ে কোচবিহার রেল স্টেশনের সম্পূর্ণ দায়ভার তুলে দেওয়া হয় মহিলা রেল কর্মী ও আধিকারিকদের হাতে।
রেল সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার ডিভিশনে যে ৮৪টি স্টেশন রয়েছে তারমধ্যে এই কোচবিহার স্টেশনটি সবচেয়ে পুরোনো একটি স্টেশন। এটি রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার কোচবিহার স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সরকারিভাবে স্টেশনটি মহিলাদের দ্বারা পরিচালিত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি কোচবিহার রেলস্টেশনের মহিলা কর্মীদের সম্মাননা জ্ঞাপন করা হয় রেল দফতরের পক্ষ থেকে।

আরও পড়ুন: ভোটার তালিকা যাচাইচের কাজে সাংসদ আবু তাহের খান

আরও পড়ুন: Eid: উপলক্ষ্যে বিশেষ Train চালানোর দাবিতে স্মারকলিপি

রেল দফতরের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনত এদিন বলেন, ‘কোচবিহার স্টেশনটি আজ থেকে পুরোটাই মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবেচ। এক্সক্লুসিভলি ম্যানেজড বাই মহিলা। আলিপুরদুয়ার ডিভিশনের এটাই একমাত্র স্টেশন যেটাতে টোটাল লেডিস স্টাফ অর্থাৎ ফ্রন্টলাইন স্টাফ লেডিস থাকছে। বুকিং ক্লার্ক, কমার্শিয়াল সুপারভাইজার, রিজার্ভেশন ক্লার্ক, রিজার্ভেশন সুপারভাইজার, টিকিট চেকিং স্টাফ সকলেই মহিলা। আরপিএফ-এর যারা থাকবে তারাও মহিলা। সে হিসেবে স্টেশনটি একটা ইউনিক স্টেশন, দিদিদের অর্থাৎ মহিলাদের দ্বারা পরিচালিত।’

আরও পড়ুন: Howrah Rail Museum নবরূপে সেজে উঠছে

আরও পড়ুন: নারী দিবসের মিছিলে বাংলার প্রকল্পের প্রচার মহিলা তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহিলা পরিচালিত রেলস্টেশন পেল কোচবিহার

আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার

রুবায়েত মোস্তাফা, কোচবিহার: কোচবিহার স্টেশনের পরিচালন ভার পেলেন মহিলারা। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে রেল কর্তৃপক্ষ রাজার শহর কোচবিহারের সার্কিট হাউজের পূর্ব দিকে অবস্থিত রাজ আমলের কোচবিহার স্টেশনটির পরিচালনার ভার রেল দফতরের মহিলা কর্মী ও আধিকারিকদের হাতে তুলে দিয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনে মোট ৮৪ টি রেল স্টেশন রয়েছে। এর মধ্যে কোচবিহারই প্রথম রেল স্টেশন যেখানে সমস্ত ফ্রন্টলাইন স্টাফ থাকবে মহিলা। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ এই দিনটিকে বেছে নিয়ে কোচবিহার রেল স্টেশনের সম্পূর্ণ দায়ভার তুলে দেওয়া হয় মহিলা রেল কর্মী ও আধিকারিকদের হাতে।
রেল সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার ডিভিশনে যে ৮৪টি স্টেশন রয়েছে তারমধ্যে এই কোচবিহার স্টেশনটি সবচেয়ে পুরোনো একটি স্টেশন। এটি রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার কোচবিহার স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সরকারিভাবে স্টেশনটি মহিলাদের দ্বারা পরিচালিত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি কোচবিহার রেলস্টেশনের মহিলা কর্মীদের সম্মাননা জ্ঞাপন করা হয় রেল দফতরের পক্ষ থেকে।

আরও পড়ুন: ভোটার তালিকা যাচাইচের কাজে সাংসদ আবু তাহের খান

আরও পড়ুন: Eid: উপলক্ষ্যে বিশেষ Train চালানোর দাবিতে স্মারকলিপি

রেল দফতরের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনত এদিন বলেন, ‘কোচবিহার স্টেশনটি আজ থেকে পুরোটাই মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবেচ। এক্সক্লুসিভলি ম্যানেজড বাই মহিলা। আলিপুরদুয়ার ডিভিশনের এটাই একমাত্র স্টেশন যেটাতে টোটাল লেডিস স্টাফ অর্থাৎ ফ্রন্টলাইন স্টাফ লেডিস থাকছে। বুকিং ক্লার্ক, কমার্শিয়াল সুপারভাইজার, রিজার্ভেশন ক্লার্ক, রিজার্ভেশন সুপারভাইজার, টিকিট চেকিং স্টাফ সকলেই মহিলা। আরপিএফ-এর যারা থাকবে তারাও মহিলা। সে হিসেবে স্টেশনটি একটা ইউনিক স্টেশন, দিদিদের অর্থাৎ মহিলাদের দ্বারা পরিচালিত।’

আরও পড়ুন: Howrah Rail Museum নবরূপে সেজে উঠছে

আরও পড়ুন: নারী দিবসের মিছিলে বাংলার প্রকল্পের প্রচার মহিলা তৃণমূলের