কাজের টোপ দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার প্রতারণা

- আপডেট : ২৬ মার্চ ২০২৫, বুধবার
- / 106
পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে প্রতারণার শিকার এক মহিলা। ‘ওর্য়াক ফর’ হোমের টোপ দিয়ে প্রতারণা করা হয় মহিলাকে। প্রায় ১৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওই মহিলার। মহারাষ্ট্রের থানে জেলায় থাকেন মহিলা। বছর ৩৭ বয়স।বাড়িতে বসে বেশি টাকা উপার্জনের লোভ দেখায় কয়েকজন ব্যক্তি। অনলাইনে কাজ করার পর টাকা না পেলে সন্দেহ হয়। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: গরু পাচার সন্দেহে দুই মুসলিম চালককে মারধর, কাঠগড়ায় বজরং দল
গত বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে ডোম্বিভলির বাসিন্দা ওই মহিলার সঙ্গে প্রতারকরা যোগাযোগ করে। টেলিগ্রামে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় এবং অনলাইনের মাধ্যমে কাজ দেওয়া হয় বলে জানান তিনি। কাজ করার পর টাকা না পেলে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়। মঙ্গলবার মানপাড়া থানার পুলিশ তিন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।