২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় শহিদ হামাস নেতা Salah al-Bardawil

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
  • / 238

শহিদ Salah al-Bardawil

পুবের কলম,ওয়েবডেস্ক: বর্বর ইসরাইলি হামলায় শহিদ হামাসের শীর্ষ কর্মকর্তা Salah al-Bardawil । হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের Salah al-Bardawil  শহিদ হয়েছেন।  জানা গেছে, খান ইউনুসের তাঁদের তাবুতে বিমান হামলা চালায় রক্তপিপাসু ইহুদি বাহিনী। তবে সংশ্লিষ্ট বিষয়ে ইসরাইলি কর্মকর্তারা কোনও প্রতিক্রিয়া জানায়নি।

 

 আরও পড়ুন: লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে মুখ্যসচিব এবং শিল্পপতিরা

 

উল্লেখ্য, এর আগে খান ইউনিসে একটি বাড়িতে ইসরাইলি অভিযানে চারজন শহিদ হয়েছেন বলে জানা গেছে।গত কয়েক ঘণ্টা ধরে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গাজার দক্ষিণে খান ইউনিস শহরকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে। আর এই হামলায় সস্ত্রীক শহিদ হয়েছেন Salah al-Bardawil।

 

ঘটনাপ্রসঙ্গে আর জাজিরার সাংবাদিক তারেক আবু আযম বলেছেন, গাজার পরিস্থিতি সংকটজনক। আমি এই রিপোর্টিং করার সময় মধ্য গাজায় ইসরাইলি ড্রোনগুলো ওড়ার শব্দ শুনতে এবং দেখতে পাচ্ছি।

 

সম্প্রতি ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা শুরু করেছে। এরপর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে সংঘর্ষ স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। আর সবকিছু সম্পাদন হয়েছে ট্রাম্পের মদদে।

অবশ্য গাজার দক্ষিণে রাফাহ এবং উত্তরে বেইত হানুনে ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশ এবং নেটজারিম করিডোরের আংশিক নিয়ন্ত্রণ নেওয়া সত্ত্বেও ইসরাইলি সেনা এবং হামাস যোদ্ধাদের মধ্যে এখন পর্যন্ত সরাসরি কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলি হামলায় শহিদ হামাস নেতা Salah al-Bardawil

আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার

শহিদ Salah al-Bardawil

পুবের কলম,ওয়েবডেস্ক: বর্বর ইসরাইলি হামলায় শহিদ হামাসের শীর্ষ কর্মকর্তা Salah al-Bardawil । হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের Salah al-Bardawil  শহিদ হয়েছেন।  জানা গেছে, খান ইউনুসের তাঁদের তাবুতে বিমান হামলা চালায় রক্তপিপাসু ইহুদি বাহিনী। তবে সংশ্লিষ্ট বিষয়ে ইসরাইলি কর্মকর্তারা কোনও প্রতিক্রিয়া জানায়নি।

 

 আরও পড়ুন: লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে মুখ্যসচিব এবং শিল্পপতিরা

 

উল্লেখ্য, এর আগে খান ইউনিসে একটি বাড়িতে ইসরাইলি অভিযানে চারজন শহিদ হয়েছেন বলে জানা গেছে।গত কয়েক ঘণ্টা ধরে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গাজার দক্ষিণে খান ইউনিস শহরকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে। আর এই হামলায় সস্ত্রীক শহিদ হয়েছেন Salah al-Bardawil।

 

ঘটনাপ্রসঙ্গে আর জাজিরার সাংবাদিক তারেক আবু আযম বলেছেন, গাজার পরিস্থিতি সংকটজনক। আমি এই রিপোর্টিং করার সময় মধ্য গাজায় ইসরাইলি ড্রোনগুলো ওড়ার শব্দ শুনতে এবং দেখতে পাচ্ছি।

 

সম্প্রতি ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা শুরু করেছে। এরপর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে সংঘর্ষ স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। আর সবকিছু সম্পাদন হয়েছে ট্রাম্পের মদদে।

অবশ্য গাজার দক্ষিণে রাফাহ এবং উত্তরে বেইত হানুনে ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশ এবং নেটজারিম করিডোরের আংশিক নিয়ন্ত্রণ নেওয়া সত্ত্বেও ইসরাইলি সেনা এবং হামাস যোদ্ধাদের মধ্যে এখন পর্যন্ত সরাসরি কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।