মার্কিন মুলুকে ভারতীয় ব্যবসায়ী খুন, বাবা-মেয়েকে গুলিতে ঝাঁঝরা করল আততায়ী

- আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
- / 116
পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে খুন ভারতীয় ব্যবসায়ী। বাবা ও মেয়েকে গুলিতে ঝাঁঝরা করে আততায়ী। দোকানে ঢুকে গুলি করে খুন করা হয় বাবা-মেয়েকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যবসায়ী প্রদীপ পাটেলের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর মেয়ের। জোড়া খুনে পুলিশ গ্রেফতার করেছে ৪৪ বছর বয়সি জর্জ ফ্রাজিয়ার ডেভন হোয়ারটন নামে এক ব্যক্তিকে।
আরও পড়ুন: লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে মুখ্যসচিব এবং শিল্পপতিরা
সূত্রের খবর, গত বৃহস্পতিবার ভোরে মেয়ে উর্মিকে নিয়ে দোকানে যান প্রদীপ পাটেল। সেই সময় দোকানে আসে ডেভন হোয়ারটন। মদ কিনতে চায় সে। রাতের বেলা দোকান বন্ধ কেন, তা নিয়ে প্রশ্ন করে। এরপরই বন্দুক বের করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারতীয় ব্যবসায়ী প্রদীপ পাটেলের। ২৪ বছরের উর্মি পাটেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
বছর ছয়েক আগে গুজরাট থেকে আমেরিকায় চলে যায় এই পাটেল পরিবার। আমেরিকা গিয়ে ভার্জিনিয়ার একটি দোকানে কাজ শুরু করেন প্রদীপ। ওই দোকানের মালিক হলেন পরেশ পাটেল। মৃত ভারতীয় ব্যবসায়ী ছিলেন পরেশের এক তুতো ভাইয়ের শ্বশুর। সেই আত্মীয়তার সূত্রেই ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টির দোকানে কাজ শুরু করেন প্রদীপ পাটেল। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্য ও আত্মীয়রা। বাবা-মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে আতঙ্কিত আমেরিকা নিবাসী ভারতীয়রাও।