০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাফা শহর খালি করার নির্দেশ ইসরাইলি সেনার

সুস্মিতা
  • আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 116

পুবের কলম ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের শহর রাফা এবং বেশ কয়েকটি পৌর এলাকা খালি করে বাসিন্দাদের অন্যত্র চলে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এ কথা বলেছেন।

আরও পড়ুন: গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা ইসরাইলের

আরও পড়ুন: আল-আহলিতে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনা

গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দেওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা গাজার বিভিন্ন এলাকায় হামলা করা শুরু করে দিয়েছেন। এর আগে হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় রাফা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুন: Israel-Hamas Conflict: বিশ্ববাসীকে রাস্তায় নামার আহ্বান হামাস-এর

ইসরায়েলি সেনারা প্রথমে রাফা থেকে চলে আসতে সম্মত হয়েছিলেন। পরে মিসর থেকে এ এলাকায় অস্ত্র পাচার হয় দাবি করে তারা জানিয়েছে, সীমান্ত এলাকায় তাঁদের উপস্থিতি প্রয়োজন। সেই কারণে রাফা বেশ কয়েকটি পৌর এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫০,৩৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৪,৪০০ জন আহত হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাফা শহর খালি করার নির্দেশ ইসরাইলি সেনার

আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের শহর রাফা এবং বেশ কয়েকটি পৌর এলাকা খালি করে বাসিন্দাদের অন্যত্র চলে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এ কথা বলেছেন।

আরও পড়ুন: গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা ইসরাইলের

আরও পড়ুন: আল-আহলিতে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনা

গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দেওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা গাজার বিভিন্ন এলাকায় হামলা করা শুরু করে দিয়েছেন। এর আগে হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় রাফা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুন: Israel-Hamas Conflict: বিশ্ববাসীকে রাস্তায় নামার আহ্বান হামাস-এর

ইসরায়েলি সেনারা প্রথমে রাফা থেকে চলে আসতে সম্মত হয়েছিলেন। পরে মিসর থেকে এ এলাকায় অস্ত্র পাচার হয় দাবি করে তারা জানিয়েছে, সীমান্ত এলাকায় তাঁদের উপস্থিতি প্রয়োজন। সেই কারণে রাফা বেশ কয়েকটি পৌর এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫০,৩৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৪,৪০০ জন আহত হয়েছে।