অনথিভুক্ত ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে
সংসদে Waqf Amendment Bill পাশ হওয়ার পরই অগ্নিশর্মা যোগী

- আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 103
অনথিভুক্ত ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে
পুবের কলম ওয়েবডেস্ক: সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে। রাষ্ট্রপতির সইপর্ব চুকে গেলেই ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) আইনে পরিণত হবে। যাঁর বুলডোজারের কোপে বাড়ি, দোকান, মসজিদ, দরগাহ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেই ‘বুলডোজার বাবা’ যোগী আদিত্যনাথের মুখে এখন বেপরোয়া হুমকির সুর। ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) পাস হওয়ার পরদিনই হুমকির সুরে জানিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশের সব জেলার প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে রাজস্ব রেকর্ডে নথিভুক্ত না থাকা এবং নিয়ম উপেক্ষা করে ওয়াকফ ঘোষণা করেছে, সেই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হবে।
ওয়াকফ সংশোধনী (Waqf Amendment Bill) ভারতীয় মুসলিমদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর উদ্বেগ ভেক, তা প্রমাণ করে ছাড়লেন গেরুয়া শিবিরের পোস্টার বয়। যোগী প্রশাসন দাবি করেছে, উত্তরপ্রদেশে ওয়াকফ বোর্ডের তরফে যেসব সম্পত্তি দাবি করা হয়েছে, তার বেশিরভাগেরই কোনও সরকারি রেকর্ড নেই। রাজস্ব রেকর্ড অনুসারে, সুন্নি ওয়াকফ বোর্ডের মাত্র ২৫০০টির বেশি সম্পত্তি নিবন্ধিত। তেমনই শিয়া ওয়াকফ বোর্ডের মাত্র ৪৩০টি সম্পত্তি নিবন্ধিত। অন্যদিক, ওয়াকফ বোর্ডের পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। ওয়াকফ বোর্ডের দাবি, এই সংখ্যা অনেক বেশি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্নি ওয়াকফ বোর্ডের ১,২৪,৩৫৫টি সম্পত্তি এবং শিয়া ওয়াকফ বোর্ডের ৭,৭৮৫টি সম্পত্তি রয়েছে।
আরও পড়ুন: মুসলিম বিরোধী: Waqf Amendment Bill-কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে কংগ্রেস
ওয়াকফ সম্পত্তি হিসেবে বৃহৎ পরিসরে পুকুর, গোলাঘর এবং গ্রামের জনগোষ্ঠীর জমিও ওয়াকফ ঘোষণা করা হয়েছে। কিন্তু যোগী সরকার এই দানকে অবৈধ বলে ঠাওরেছে। যোগীর প্রশাসনিক কর্তারা বলছেন যে কেবলমাত্র সেই সম্পত্তিগুলিকে ওয়াকফ হিসেবে বিবেচনা করা হবে যেগুলি স্পষ্টভাবে দান করা হয়েছে। অবৈধভাবে ওয়াকফ করা প্রতিটি সম্পত্তির বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। যোগী প্রশাসন ‘দান এবং স্পষ্টভাবে দান’-এর ‘হেরাফেরি’-তে মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে চাইছে বলে মত মুসলিমদের।
আরও পড়ুন: Waqf Amendment Bill পাশ ‘অভূতপূর্ব মুহূর্ত’, দেশজুড়ে প্রতিবাদের মধ্যে বড় বার্তা মোদির
বৃহস্পতিবার এক জনসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ওয়াকফের নামে তারা প্রয়াগরাজ এবং অন্যান্য শহরেও জমি দখলের চেষ্টা করেছে। আমরা কিছুদিন আগে মহাকুম্ভ আয়োজন করছিলাম, তখন ওয়াকফ বোর্ড ইচ্ছামত বিবৃতি দিচ্ছিল যে, প্রয়াগরাজের কুম্ভভূমিও ওয়াকফ জমি। এটা কি ওয়াকফ বোর্ড নাকি ভূমি মাফিয়া বোর্ড? রাজ্যে ভূমি মাফিয়াদের সহ্য করা হবে না। আমরা ইতিমধ্যেই উত্তরপ্রদেশ থেকে মাফিয়াদের নির্মূল করেছি।’ কিন্তু উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষের মুসলিম এবং বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে, সংখ্যার জোরে সংসদের উভয় কক্ষে ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) পাস করিয়ে আদতে সম্পত্তি নিজেদের দখলে এনে বিজেপি ‘বন্ধু ব্যবসায়ী’দের হাতে তুলে দেবে। আসল ভূমি মাফিয়া কারা তা ধীরে ধীরে গোটা ভারতবর্ষের মানুষের কাছে পরিস্কার হয়ে যাবে।