ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক ল’বোর্ডের
- আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
- / 650
পুবের কলম ওয়েবডেস্ক: ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে কদিন আগেই দিল্লিতে বিক্ষোভ করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড (এআইএমপিএলবি)। এবার গোটা দেশজুড়ে আন্দোলনের ডাক দিল এআইএমপিএলবি। রবিবার সংগটনের তরফে ঘোষণা করা হয়েছে, দেশজুড়ে নানান কর্মসূচির মধ্যে প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন করা হবে। প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভ, মানববন্ধন এবং সোশ্যাল মিডিয়া প্রচারাভিযান করা হবে। পাশাপাশি ২৬ মার্চ পাটনায় এবং ২৯ মার্চ বিজয়ওয়াড়ায় অবস্থান বিক্ষোভ করবে ল’বোর্ড। এআইএমপিএলবি-র অফিস সেক্রেটারি মোহম্মদ ভাকার উদ্দিন লতিফি এক বিবৃতিতে জানিয়েছেন, “দিল্লিতে ১৭ মার্চের সফল প্রতিবাদের পরে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে।”
Read More: সম্ভল হিংসা: জামা মসজিদের সভাপতিকে আটক করল যোগী পুলিশ
এদিকে ১৭ মার্চের প্রতিবাদের সফলতা নিয়ে মুসলিম সংগঠন, সুশীল সমাজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলিত, আদিবাসী, ওবিসি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন ল’বোর্ডের মুখপাত্র এসকিউআর ইলিয়াস। এ দিন তিনি বলেন, “আল্লাহর রহমত এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ সমর্থন ছাড়া দিল্লির বিক্ষোভ সফল হত না।”




















































