০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ধনী বিধায়ক BJP-র পরাগ শাহ

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ মার্চ ২০২৫, বুধবার
  • / 98

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের সব থেকে ধনী বিধায়ক বিজেপির (BJP) পরাগ শাহ। সম্প্রতি এডিআর অর্থাৎ Association of Democratic Reforms বিধায়কদের সম্পত্তির তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের সবথেকে ধনী বিধায়ক হলেন মুম্বইয়ের ঘাটকোপার পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক পরাগ শাহ। হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩,৪০০ কোটি টাকা। তারপরেই রয়েছে কর্নাটকের কংগ্রেস বিধায়ক ডিকে শিবকুমারের নাম। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪১৩ কোটি টাকার বেশি।

এডিআর-এর তালিকায় মোট ৪,০৯২ জন বিধায়কের তথ্য সামনে আনা হয়েছে। হলফনামা পাঠোদ্ধার না হওয়ায় ২৪ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সাতটি কেন্দ্র ফাঁকা থাকায় সেই নামও তালিকা থেকে বাদ পড়েছে। ধনী বিধায়কের নামের পাশাপাশি গরিব বিধায়কের নামের তালিকাও প্রকাশিত হয়েছে। গরিব বিধায়কদের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি (BJP) বিধায়কের নাম। বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়ার ঘোষিত অর্থের পরিমাণ ১,৭০০ টাকা।

আরও পড়ুন: জগন্নাথধামের মূর্তির কাঠ চুরি বিতর্ক, বহরমপুর থেকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: নাগপুরের হিংসায় গ্রেফতার মূল অভিযুক্ত, ১১টি এলাকায় জারি কারফিউ

আরও পড়ুন: রাম ‘পৌরাণিক চরিত্র’: রাহুল

এডিআরের প্রকাশিত ধনী বিধায়কদের তালিকায় রয়েছে একাধিক পরিচিত মুখ। বিজেপি (BJP) বিধায়ক পরাগ শাহর নামের পাশাপাশি রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর নাম। সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডিও রয়েছেন সেই তালিকায়। সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫৭ কোটি টাকা। কর্নাটকের কেএইচ পুট্টাস্বামী গৌড়ার সম্পত্তির পরিমাণ প্রায় ১২৬৭ কোটি টাকা। কর্নাটকের কংগ্রেস বিধায়ক প্রিয়াকৃষ্ণার সম্পত্তির পরিমাণ ১১৫৬ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের টিডিপি বিধায়ক পি নারায়ণার সম্পত্তির পরিমাণ ৮২৪ কোটি টাকা। টিডিপির আরেক বিধায়ক ভি প্রশান্তি রেড্ডির সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা।দশজন ধনী বিধায়কের তালিকায় অন্ধ্রপ্রদেশের ৪ জন বিধায়কের নাম রয়েছে। কর্নাটকের বিধায়কদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১৪,১৭৯ কোটি টাকা। মহারাষ্ট্রের বিধায়কদের সম্পত্তির পরিমাণ ১২,৪২৪ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের বিধায়কদের সম্পত্তির পরিমাণ  ১১,৩২৩ কোটি টাকা।

আরও পড়ুন: গোয়ায় ফের তৃণমূল! ইঙ্গিত সাকেতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের ধনী বিধায়ক BJP-র পরাগ শাহ

আপডেট : ১৯ মার্চ ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের সব থেকে ধনী বিধায়ক বিজেপির (BJP) পরাগ শাহ। সম্প্রতি এডিআর অর্থাৎ Association of Democratic Reforms বিধায়কদের সম্পত্তির তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের সবথেকে ধনী বিধায়ক হলেন মুম্বইয়ের ঘাটকোপার পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক পরাগ শাহ। হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩,৪০০ কোটি টাকা। তারপরেই রয়েছে কর্নাটকের কংগ্রেস বিধায়ক ডিকে শিবকুমারের নাম। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪১৩ কোটি টাকার বেশি।

এডিআর-এর তালিকায় মোট ৪,০৯২ জন বিধায়কের তথ্য সামনে আনা হয়েছে। হলফনামা পাঠোদ্ধার না হওয়ায় ২৪ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সাতটি কেন্দ্র ফাঁকা থাকায় সেই নামও তালিকা থেকে বাদ পড়েছে। ধনী বিধায়কের নামের পাশাপাশি গরিব বিধায়কের নামের তালিকাও প্রকাশিত হয়েছে। গরিব বিধায়কদের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি (BJP) বিধায়কের নাম। বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়ার ঘোষিত অর্থের পরিমাণ ১,৭০০ টাকা।

আরও পড়ুন: জগন্নাথধামের মূর্তির কাঠ চুরি বিতর্ক, বহরমপুর থেকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: নাগপুরের হিংসায় গ্রেফতার মূল অভিযুক্ত, ১১টি এলাকায় জারি কারফিউ

আরও পড়ুন: রাম ‘পৌরাণিক চরিত্র’: রাহুল

এডিআরের প্রকাশিত ধনী বিধায়কদের তালিকায় রয়েছে একাধিক পরিচিত মুখ। বিজেপি (BJP) বিধায়ক পরাগ শাহর নামের পাশাপাশি রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর নাম। সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডিও রয়েছেন সেই তালিকায়। সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫৭ কোটি টাকা। কর্নাটকের কেএইচ পুট্টাস্বামী গৌড়ার সম্পত্তির পরিমাণ প্রায় ১২৬৭ কোটি টাকা। কর্নাটকের কংগ্রেস বিধায়ক প্রিয়াকৃষ্ণার সম্পত্তির পরিমাণ ১১৫৬ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের টিডিপি বিধায়ক পি নারায়ণার সম্পত্তির পরিমাণ ৮২৪ কোটি টাকা। টিডিপির আরেক বিধায়ক ভি প্রশান্তি রেড্ডির সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা।দশজন ধনী বিধায়কের তালিকায় অন্ধ্রপ্রদেশের ৪ জন বিধায়কের নাম রয়েছে। কর্নাটকের বিধায়কদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১৪,১৭৯ কোটি টাকা। মহারাষ্ট্রের বিধায়কদের সম্পত্তির পরিমাণ ১২,৪২৪ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের বিধায়কদের সম্পত্তির পরিমাণ  ১১,৩২৩ কোটি টাকা।

আরও পড়ুন: গোয়ায় ফের তৃণমূল! ইঙ্গিত সাকেতের