আইসিসির ফাইনালে সর্বোচ্চ উইকেটের মালিক শামি

- আপডেট : ১০ মার্চ ২০২৫, সোমবার
- / 12
পুবের কলম প্রতিবেদক: রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (আইসিসি) নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার এই জয়ে ফাইনালে মাত্র একটি উইকেট নিতে সক্ষম হয়েছেন মুহাম্মদ শামি। কিন্তু তাতেও সবাইকে পিছনে ফেলে আইসিসি ফাইনালের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ফেললেন শামি।
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ উইকেট এতদিন ছিল মিচেল স্টার্কের দখলে। তার নামের পাশে ছিল মোট ৯ উইকেট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ড্যারিল মিচেলের উইকেট নিয়ে শামি এখন আইসিসি টুর্নামেন্টের সর্বোচ্চ (১০) উইকেটশিকারি বনে গেলেন।
এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে পথচলা শুরু হয়েছিল মুহাম্মদ শামির। এরপর ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রথম কোনো আইসিসির ফাইনালে খেলেন তিনি। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসেই ৪ উইকেট তুলে নেন শামি। যদিও ম্যাচটা ৮ উইকেটে জেতে কিউইরা। এরপর ২০২৩ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ২টি করে মোট ৪টি উইকেট নেন।
আরও পড়ুন: গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল দখলদার ইসরাইল
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শামি নেন আরও একটি উইকেট। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তুলে নিলেন নিজের দশম ফাইনাল উইকেট। তাতেই তিনি স্টার্কের রেকর্ড ভেঙে গড়লেন নয়া মাইলস্টোন। এই তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা। তার ঝুলিতে রয়েছে ৮টি আইসিসি ফাইনালের উইকেট। একই সংখ্যক উইকেট নিয়ে চতুর্থস্থানে ট্রেন্ট বোল্ট এবং পঞ্চম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা।