১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নজরে বিহার বিধানসভা! রাহুল-খাড়গের সঙ্গে বৈঠকে তেজস্বী

চামেলি দাস
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার বিধানসভা আসন্ন। বিধানসভা নিয়ে এখন থেকেই কোমড় বেঁধে নামতে চাইছে কংগ্রেস এবং আরজেডি।  মঙ্গলবার আসন ভাগাভাগি নিয়ে রাহুল গান্ধি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তেজস্বী যাদবরে সঙ্গে ছিলেন আরজেডি সাংসদ মনোজ ঝা এবং সঞ্জয় যাদব। এদিন খাড়গের দিল্লির বাসভবনে বৈঠক করেন তাঁরা। কংগ্রেসর সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল, বিহার কংগ্রেস প্রধান রাজেশ এবং এআইসিসি বিহারের ইনচার্জ কৃষ্ণ আল্লাভারুও বৈঠক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নববর্ষের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর

নজরে বিহার বিধানসভা! রাহুল-খাড়গের সঙ্গে বৈঠকে তেজস্বী

বিহার বিধানসভা নির্বাচনে ৭০ আসনে প্রার্থী দিতে চাইছে কংগ্রেস। ২০২০-এর আসন ভাগাভাগির ফরমুলা নিয়ে এগোতে চাইছেন না তেজস্বী। ২০২০ সালের ভোটে ৭০ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল  ১৯টি আসন। তাই সেই ফরমুলা মত এগোতে চাইছে না আরজেডি, সূ্ত্রের খবর। আরজেডির দাবি, রাহুলের দলের অত আসনে লড়াই করার মত সাংগঠনিক শক্তি ও জনভিত্তি বিহারে নেই। কয়েকদিন আগে বিধানসভা নির্বাচন এবং আসন সমঝোতা নিয়ে রাজ্য কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন রাহুল গান্ধি। এই বছরের শেষের দিকে বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের নির্বাচন নিয়ে মহাগঠবন্ধন বৈঠক। ফলে এই বৈঠক থেকে কী রফাসূত্র বেরোয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নজরে বিহার বিধানসভা! রাহুল-খাড়গের সঙ্গে বৈঠকে তেজস্বী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার বিধানসভা আসন্ন। বিধানসভা নিয়ে এখন থেকেই কোমড় বেঁধে নামতে চাইছে কংগ্রেস এবং আরজেডি।  মঙ্গলবার আসন ভাগাভাগি নিয়ে রাহুল গান্ধি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তেজস্বী যাদবরে সঙ্গে ছিলেন আরজেডি সাংসদ মনোজ ঝা এবং সঞ্জয় যাদব। এদিন খাড়গের দিল্লির বাসভবনে বৈঠক করেন তাঁরা। কংগ্রেসর সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল, বিহার কংগ্রেস প্রধান রাজেশ এবং এআইসিসি বিহারের ইনচার্জ কৃষ্ণ আল্লাভারুও বৈঠক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নববর্ষের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর

নজরে বিহার বিধানসভা! রাহুল-খাড়গের সঙ্গে বৈঠকে তেজস্বী

বিহার বিধানসভা নির্বাচনে ৭০ আসনে প্রার্থী দিতে চাইছে কংগ্রেস। ২০২০-এর আসন ভাগাভাগির ফরমুলা নিয়ে এগোতে চাইছেন না তেজস্বী। ২০২০ সালের ভোটে ৭০ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল  ১৯টি আসন। তাই সেই ফরমুলা মত এগোতে চাইছে না আরজেডি, সূ্ত্রের খবর। আরজেডির দাবি, রাহুলের দলের অত আসনে লড়াই করার মত সাংগঠনিক শক্তি ও জনভিত্তি বিহারে নেই। কয়েকদিন আগে বিধানসভা নির্বাচন এবং আসন সমঝোতা নিয়ে রাজ্য কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন রাহুল গান্ধি। এই বছরের শেষের দিকে বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের নির্বাচন নিয়ে মহাগঠবন্ধন বৈঠক। ফলে এই বৈঠক থেকে কী রফাসূত্র বেরোয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।